কলকাতায় অতি সাম্প্রতিককালে মাঝে মাঝেই বাস বা গাড়ি চালানোর রুট নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছে। নিজেদের মর্জি মতো গাড়ি চালাচ্ছেন গাড়ি চালকেরা। কখনও নির্দিষ্ট রুটে বাস চালানো হচ্ছেনা, তো কখনও নির্দিষ্ট জায়গা অব্দি বাস না গিয়ে মাঝরাস্তা থেকেই ঘুরিয়ে ফেরত আনা হচ্ছে। ট্যাক্সির কথা তো সকলেরই জানা। রাত করে শুধু নয়, দিনের যে কোনো সময়তেও ট্যাক্সি ড্রাইভার নিজেদের মনমর্জি মত গাড়ি চালান। এখন এই সমস্ত ব্যাপার দূরীভূত করার জন্য বাস-ট্যাক্সি সহ সমস্ত বাণিজ্যিক গাড়িতে ভেহিকল লোকেশন ট্র্যাকিং ডিভাইস(ভিএলটি) বা নজরদারি প্রযুক্তি এবং প্যানিক বাটন বসানোর নির্দেশ দিল কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। কেন্দ্র রাজ্যকে যে নির্দেশিকা পাঠিয়েছে, তাতে বলা আছে, আগামী ১জানুয়ারি থেকে যে সব বাণিজ্যিক গাড়ির রেজিস্ট্রেশন করানো হবে, সেগুলিতে বাধ্যতামূলকভাবে থাকতে হবে ভেহিকল লোকেশন ট্র্যাকিং ডিভাইস এবং প্যানিক বাটন। ভিএলটি লাগানো থাকলে কন্ট্রোল রুমে বসেই জানা যাবে গাড়ির গতিপ্রকৃতি। সেই মত গাড়ির চালককে সচেতন করতে লাগানো হচ্ছে প্যানিক বাটন, এই ব্যবস্থায় গন পরিবহনের ওপর নজরদারি বৃদ্ধির সুযোগ তৈরী হবে। বাড়বে যাত্রীদের নিরাপত্তা। এই সংক্রান্ত নির্দেশিকা থেকে বাদ রাখা হয়েছে দু'চাকার যান, ই-রিকশা, তিন চাকার যান এবং সেইসব বাণিজ্যিক গাড়ি, যেগুলি চালানোর জন্য পারমিটের দরকার হয়না।
কেন্দ্র যদিও আগামী বছরের গোড়ায় যে সমস্ত নতুন গাড়ির রেজিস্ট্রেশন হবে, সেগুলিতে ভিএলটি এবং প্যানিক বাটন বসানো বাধ্যতামূলক করেছে, তবে আগের রেজিস্ট্রেশন পাওয়া গাড়িগুলিতে কবে এবং কতদিনের মধ্যে এই ডিভাইসগুলো লাগাতে হবে, তা নির্ধারণ করবে রাজ্য। একথা বলাই যায়, নতুন ডিভাইস লাগাতে নতুন প্রযুক্তি কার্যকর করা বাধ্যতামূলক। আশা করা যায়, নতুনভাবে সেজে ওঠা গাড়িগুলিতে যাত্রীরা আরো বেশি নিরাপদ থাকতে পারবেন।