রহস্য ফাঁস ক্যান্সারের

চিকিৎসাবিজ্ঞান থেকে শুরু করে সাধারণ মানুষ,  সকলের মনে ভয় ধরাতে পারে যে রোগটি তা হলো ক্যান্সার| এর নামে থরহরি কম্পমান গোটা বিশ্ব| সমগ্র বিশ্বে সবচেয়ে বেশি মানুষ মারা যান এই রোগের কবলে পড়ে| এই রোগটি এক মারণ রোগ হলেও বিজ্ঞানীরা এই রোগের সঠিক ওষুধ তৈরিতে আজও ব্যর্থ| যেইটুকু ওষুধ বাজারে পাওয়া যায় অত্যধিক দামের কথা ভেবে আগেই আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তার পরিবার| অনেকক্ষেত্রে এই রোগটি আবার প্রাথমিক পর্যায় ধরাও পড়ে না যেমন, ফুসফুসের ক্যান্সার কোনওদিনও প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে না| এই রোগ যখন তার লক্ষণ প্রকাশ করতে শুরু করে ততদিনে এই রোগ অনেকদুর ডালপালা বিস্তার করে ফেলেছে| এবার এই রোগ শরীরে বাসা বেঁধেছে কিনা তা খুব সহজেই জানা যাবে, এমনটাই দাবি করেছেন একদল গবেষক|  

এরকমই একটি সময়, যখন সারা বিশ্বের বিজ্ঞানীরা এই রোগের ওষুধ তৈরির জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দিচ্ছেন সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসকদের মুখে হাসি ফোটাতে পারছেন একদল গবেষক| সম্প্রতি অস্ট্রেলিয়ার ব্রিসবেনের একটি মেডিক্যাল রিসার্চ সংস্থার গবেষকরা ৪০ থেকে ৭০ বছর বয়সী কিছু মানুষ নিয়ে একটি পরীক্ষা করেন| এই পরীক্ষাটিতে প্রায় ৪৫ হাজার মেলানোমায় আক্রান্ত রোগীদের ইনভলভ করা হয়| মেলানোমা হলো এমন এক ধরনের ক্যান্সার যার ফলে সারা শরীরে লাল রঙের আঁচিলের মত একধরনের বিশেষ কোষের বৃদ্ধি পরিলক্ষিত হয়| সম্পূর্ণ পরীক্ষাটি করা হয় একটি অনলাইন টেস্টের মাধ্যমে|

এই অনলাইন টেস্টটিতে সাতটি পৃথক পৃথক স্টেপের মাধ্যমে শরীরে রোগের প্রকোপ নির্ধারণ করা হয়| প্রতিটি স্টেপে আপনার শরীর সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর দিতে হয়| প্রশ্নের মধ্যে থাকে, চুলের রং, শরীরে আঁচিলের সংখ্যা, চোখের মণির রং, কোন ক্রিম ব্যবহার করেন প্রভৃতি সম্পর্কে নানা প্রশ্ন| এই প্রশ্নের সঠিক উত্তর দেবার পর অনলাইনেই এই প্রশ্নের উত্তর বিশ্লেষণ করে জানিয়ে দেবে যে কি জানতে চাওয়া হয়েছে| এই টুলটির মাধ্যমে এটাও জানা যাবে আপনার শরীরে ক্যান্সার হওয়ার ঝুঁকি কতটা রয়েছে|       

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...