রোগনির্ণয়ের ন্যূনতম উপকরণ এবার থেকে ওষুধের তকমা পাবে

আগে যেমন ঘরে ঘরে থার্মোমিটার মজুত থাকত, তেমনি এখন গ্লুকোমিটার, বি পি মেশিন এবং নেবুলাইজারও ঘরে ঘরে থাকে। এই চারটি চিকিৎসা সরঞ্জামকেই এ বার ওষুধের আখ্যা দিল কেন্দ্র। ২০২০র ১ জানুয়ারি থেকে এই নতুন নিয়ম কার্যকরী হবে। সব রকম নিয়ম মেনে গুণমান রক্ষা এবং নজরদারির কথা ভেবে এগুলির উৎপাদন, বন্টন ও বিক্রি নিয়ন্ত্রিত হবে। এর পর থেকে এই চারটি ডিভাইসের একটিও আর ওষুধের দোকান বা সার্জিক্যাল স্টোর ছাড়া অন্য কোথাও পাওয়া যাবেনা। কেন্দ্রীয় এক স্বাস্থ্যকর্তা জানান, থার্মোমিটার, গ্লুকোমিটার, বিপি মেশিন এবং নেবুলাইজার- এই চারটি যন্ত্রের ওপরেই চিকিৎসার প্রাথমিক শর্ত বর্তমান। তাই তার মান নিয়ে কোনোরকম সন্দেহ থাকা উচিত নয়। স্বাস্থ্য মহলের একটা বড় অংশের কাছে এই নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক। বিভিন্ন দোকানে এবং অনলাইনে এগুলি বিভিন্ন দামে বিক্রি হয়, অথচ তার গুণমান বিচার করে দেখার মত কেউ নেই। নতুন নিয়ম হলে এইভাবে আর এই ডিভাইসগুলি বিক্রি করা যাবেনা। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, ধাপে ধাপে আরও অনেকগুলি মেডিক্যাল ডিভাইস ও ইক্যুইপমেন্টকে এই তালিকার অন্তর্ভুক্ত করা হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...