গতকাল থেকেই বাজেটের চূড়ান্ত প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। ১৯৭০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছাড়া পূর্নসময়ের অর্থমন্ত্রী হিসেবে পুরুষরাই রাজ করে গেছেন ভারতীয় সংসদে। এবারে ভিন্ন সুরে বাজেট পেশ হতে চলেছে। গতকাল যে পর্যালোচনা হয়েছিল, তাতে উঠে এসেছিল বেশ কিছু বিষয়। দু-একটি প্রকল্পের বদল হতে পারে। ন্যূনতম মজুরি প্রতি তিন জন্যে এক জন পাননা, সেই ব্যাপারে নজর করেত হবে। কৃষি ক্ষেত্রেও যাতে কিছু রদবদল করা যায়, তার দিকেও নজর রাখা হচ্ছে। আজকের বাজেট নিয়ে সকলেই যথেষ্ট আশাবাদী। গতকাল অর্থমন্ত্রকে ছিল হালুয়া উৎসব। প্রতিবছর যেমন হয়, এবারেও তার অন্যথা হয়নি।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যথেষ্ট গুরুত্ব সহকারে নিজের প্রথম বাজেট পেশ করতে চলেছেন আজ। গতকাল দফায় দফায় তিনি বৈঠক করেন বিভিন্ন দফতরে। নির্মলার জন্ম মাদুরাইয়ে। তাঁর স্বামী পরকালা প্রভাকর তেলেগু। প্রথিতযশা অর্থনীতিবিদ। লন্ডন স্কুল অফ ইকনমিক্স-এ পিএইচডি করেছেন তিনি। নির্মলা নিজেও এমফিল করেছেন। কাজেই তিনি কেমন বাজেট পেশ করেন, তাই নিয়ে সকলেই উৎসুক হয়ে আছেন।
বছরের শুরুতেই সরকারের পক্ষ থেকে ভোট অন অ্যাকাউন্টে সবথেকে বড় উপহার দেওয়া হয়েছিল কৃষকদের। বছরে ৬ হাজার টাকা করে বিশেষ সহায়তা দেওয়ার কথা বলা হয়েছিল। মধ্যবিত্তদের আয়কর ছাড়ও দেওয়া হয় ৫ লক্ষ টাকা পর্যন্ত। ভোটে জেতার জন্য এমন অনেক প্রতিশ্রুতিই দিতে হয়। বিপুলভাবে ভোটে জিতে আসার পর মন্দা অর্থনীতির চাপ সামলে কিভাবে সব দিক বজায় রাখতে পারে বর্তমান সরকার, সেটাই দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছে গোটা দেশ। বাজেট সমীক্ষায় স্বীকার করে নেওয়া হয়েছে কর্মসংস্থানের সমস্যার কথা। চলতি আর্থিক বছরের সম্ভাব্য জিডিপি বৃদ্ধির হার ৭ শতাংশ হিসেবে ধার্য করেছেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কে ভি সুব্রহ্মণ্যম। বৈদেশিক বাণিজ্যের ঘাটতি এক ধাক্কায় বেড়ে গিয়েছে। পরিষেবা ক্ষেত্র ছাড়া আর কোনো জায়গাতেই আশানুরূপ ফল পাওয়া যায়নি। গতকাল মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কে ভি সুব্রহ্মণ্যম জানান, অর্থনৈতিক বৃদ্ধির চাবিকাঠি হল দেশ বিদেশের লগ্নি। তাঁর মতে লগ্নি যত বেশি হবে, কর্মসংস্থান ততই বাড়বে। কর্মসংস্থান হলেই আসবে সঞ্চয়ের সুযোগ। যত বেশি সঞ্চয়ের নিরাপত্তা থাকবে, ততই ক্রয়ক্ষমতা বাড়বে। পূর্ব এশিয়া ও চীনের ধাঁচেই ভারতকে এগোতে হবে বলে জানান তিনি। মূলতঃ কি হতে চলেছে, সেটা বোঝা যাবে আজকের বাজেটেই।
আজকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বেলা ১১টায় বাজেট পেশ করবেন। শুরু হয়ে গেছে সময়ের অপেক্ষা।