স্কুলের পড়ানোর বিষয় যাতে অভিভাবকরা জানতে পারেন, তার জন্য প্রতিটি স্কুলে প্রতিটি বিষয়ের ওপর কি কি পড়ানো হবে তা টাঙিয়ে রাখার নির্দেশ দিয়েছিল শিক্ষা দফতর। বিষয়ভিত্তিক পড়াশোনার খুঁটিনাটি দিয়ে পোষ্টার, বুকলেট সাঁটিয়ে রাখার ও সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা দফতর। সেই মতো স্কুলে স্কুলে পোষ্টার লাগানোর নির্দেশ দিলেন সমগ্র শিক্ষা অভিযানের স্টেট প্রজেক্ট ডিরেক্টর। সেই পোস্টার ইতিমধ্যেই জেলায় জেলায় ডিপিও দের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়েও দেওয়া হয়েছে। বিষয়ভিত্তিক ও শ্রেণীভিত্তিক এই রকম দুটি করে সেট পোস্টার নেওয়া হয়েছে লাগানোর জন্য। একটি করে সেট পোস্টার লাগানো থাকবে ক্লাসের ব্ল্যাকবোর্ডের পাশে এবং অপরটি থাকবে স্কুলের মূল নোটিশবোর্ডের কাছে। এছাড়াও কোনো শ্রেণীর যদি একটির বেশি বিভাগ থাকে তাহলে সেই পোস্টারের ফটোকপি সেখানেও লাগাতে হবে। এখন প্রশ্ন উঠতে পারে, পোস্টারগুলি আদপে কেন লাগানো হচ্ছে? দফতরের আধিকারিকেরা জানিয়েছেন, শিক্ষকরা কি পড়াবেন আর শিশুরা কি শিখবে, তা বিস্তারিতভাবে ওই পোস্টারে দেওয়া থাকবে। অর্থাৎ বিভিন্ন বিষয়ে কি কি পড়ানো হবে সারা বছরে তার লিস্ট ওই পোস্টারে দেওয়া থাকবে। এর ফলে অভিভাবকরা ওই তালিকা ধরে মিলিয়ে নিতে পারবেন, সব কিছু পড়ানো হচ্ছে কি না। আজকাল ছাত্রছাত্রীরা পড়াশোনায় ফাঁকি দেয় তা আমরা সকলেই জানি। তাই নিয়ে বিস্তর লেখাজোকা এবং আলাপ আলোচনাও হয়। কিন্তু আমরা সেভাবে শিক্ষকদের নিয়ে পর্যালোচনা করিনা। এবারে শিক্ষকরা ঠিক মত পড়াচ্ছেন কি না, তা পর্যালোচনা করার জন্যই এই ব্যবস্থা নিতে চলেছে শিক্ষা দফতর।