দ্য পারফেক্ট ডেট

দারুন দারুন সিরিজ ও সিনেমার মাঝে হঠাৎ হঠাৎ কিছু চমক পাচ্ছি,  কোনটা ছেড়ে কোনটা দেখা যায় সেটা ভেবেই নাজেহাল আমরা। তার মধ্যেই রিলিজ করলো একটা দারুন ‘school room romance’ - 'The perfect date '| টিন সমাজকে ধরেই সিনেমাটা ভাবা। তাদের রোজকার জীবনের সমস্যা ও টানাপোড়েনের মধ্যেও প্রেম আছে, দায়িত্ব আছে, আছে বয়েসের পরিবর্তন।

গল্পের মূল চরিত্র brooks  rattigon এর জীবনের অদ্ভুত ও বিচিত্র সমস্যা দিয়েই গল্পটা বোনা। সিরিজটি শুরু হয় তারই একটা চিঠি দিয়ে -

Dear Admission Office ,

 বিশাল নাম করা ইউনিভার্সিটিতে জায়গা দখল করাই তার স্বপ্ন। তার জন্য চাই টাকা, আর সেও নাছোড়বান্দা। Part time কাজ থেকে শুরু করে অনেক কিছু চেষ্টা করে যাচ্ছে সে। সে জানে সে  পারবে। কিন্তু জীবন মানুষকে অনেক বিচিত্র পথে নিয়ে যায়,  ১৯-২০ বছর বয়সে স্বপ্নই আমাদের প্রধান উদ্দেশ্য হয়ে যায়।

হঠাৎ করেই brooks এক অন্য পথে যায়। "Paid dates", হ্যাঁ সত্যিই অদ্ভুত পথ। প্রথম ডেট হয় celia liberman,  এক অদ্ভুত চরিত্রের মেয়ে। সে ভাবে না ডেট মানেই তার রাজকুমার দরজার বাইরে সুট -টাই পরে দাঁড়িয়ে থাকবে। গতানুগতিক "romantic comedy" র নিয়ম ভেঙে দিয়ে celia liberman কিন্তু দারুন এক মাত্রা তৈরী করেছে।

যাইহোক,  এই paid dates কিন্তু brooks এর জীবনে এনে দেয় অন্য দিক। Paid dates মানে কিন্তু যা চরিত্র চাই আপনার সেটাই পাওয়া যাবে। অনেক অনেক চরিত্রে অভিনয় করতে গিয়ে brooks হারিয়ে ফেলছিলো নিজের সত্ত্বা, হারিয়ে ফেলছিল নিজেকে। স্বপ্নের ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ারও সুযোগ পেয়ে গেলো, কিন্তু সেখানেও নিজের ব্যক্তিত্বকে ফোটাতে পারে নি, সেখানেও সে অভিনয়ই করলো। পাশে সরে যাচ্ছিলো বন্ধুরা, বাবা, ভালোবাসা। 

তবে শেষে সমস্যার সমাধান তো হবেই, খুঁজে পাবে নিজেকে। আর celia liberman ? তার বিচিত্র সেই চরিত্র brooks  এর জীবনে আনবে আরো অনেক পথ। দেখে কিন্তু ফেলাই যায় শান্ত, তপ্ত দুপুরের দেখার মত বিষয়।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...