বিশ্বকাপের ট্রফি নিয়ে শোভাযাত্রা তিলোত্তমার রাজপথে…

ক্রীড়াপ্রেমীদের কাছে একদিনের বিশ্বকাপ মানেই চরম উত্তেজনা। উন্মাদনার অপর নাম বিশ্বকাপ। যে দল বিশ্বকাপ জিতবে তাদের হাতে যে সুদৃশ্য ট্রফিটি থাকবে তার আগমন ঘটছে কলকাতায়। ক্রিকেটের অন্যতম সেরা স্টেডিয়াম ইডেন গার্ডেন্স এ থাকবে বিশ্বকাপ ট্রফি। দুদিনের জন্য কলকাতায় নিয়ে আসা হবে ট্রফিটিকে। ৮সেপ্টেম্বর ট্রফিটিকে নিয়ে আসা হবে। ৮ ও ৯ এই দু তারিখ তিলোত্তমাবাসী মেতে উঠবে বিশ্বকাপের ট্রফি ও সেই সংক্রান্ত নানা অনুষ্ঠান নিয়ে। ইতিমধ্যেই আইসিসির তরফ থেকে বিশ্বকাপের ট্রফি নিয়ে কলকাতায় আসার পরিকল্পনা জানিয়ে দেওয়া হয়েছে সিএবিকে। এই নিয়ে দ্বিতীয় দফায় ফের কলকাতায় ট্রফি নিয়ে আসা হচ্ছে।

processed-9b498331-3ae3-4946-bf08-c50bb1b4a90e_9zteD3wF

আগেরবার মাত্র একদিনের জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছিল বিশ্বকাপের ট্রফিটিকে। সেই সময় মাত্র একটি স্কুলে ট্রফিটি নিয়ে যাওয়া ছাড়া আর কোন প্রদর্শনী করার ব্যবস্থা করা হয়নি। তবে এবার নেওয়া হচ্ছে জোরদার প্রস্তুতি। ইডেন গার্ডেন থেকে শোভাযাত্রা করে ট্রফিটি নিয়ে যাওয়া হবে কলকাতার  সাউথ সিটি মলে। সেখানে সাধারণ দর্শকদের জন্য ট্রফিটি রাখা থাকবে। ইডেন থেকে ৱ্যালি  হওয়ার আগে ইডেনের সবুজ ঘাসে রাখা থাকবে ট্রফিটি। ৮ তারিখে ইডেনে থাকবে ট্রফিটি।৯তারিখ শোভাযাত্রার আয়োজন  করা হয়েছে।

ট্রফিটিকে সাউথ সিটি মলে নিয়ে যাওয়ার পর সেখানে সিএবির তরফ থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হবে। এই অনুষ্ঠানে ভারতের অলিম্পিক পদক জয়ী টেনিস তারকা লিয়েন্ডার পেজ সহ নানান বিখ্যাত বাংলার ক্রীড়াবিদরা উপস্থিত থাকবেন বলে শোনা গিয়েছে। শোনা গিয়েছিল কলকাতায় র‍্যালিতে প্রাক্তন ভারতীয় কয়েকজন তারকা উপস্থিত থাকবেন। কিন্তু এখন সেটা হচ্ছে না বলেই খবর জানা গেছে।

গোটা অনুষ্ঠানের পরিকল্পনা করে ফেলেছেন সিএবি।  এককভাবে বিশ্বকাপ আয়োজন করছে ভারত। তাই এইবার এমনিতেই দেশজুড়ে উন্মাদনার ঝড় শুরু হয়েছে ইতিমধ্যেই। বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর থেকে এবং শেষ ১৯  নভেম্বর। বিশ্বকাপ আকর্ষণীয় করে তোলার জন্য এবং দর্শকদের মধ্যে উন্মাদনার ঝড়ের গতিকে আরো বাড়িয়ে তোলার জন্যই  এই উদ্যোগ আইসিসির।

এটা শেয়ার করতে পারো

...

Loading...