ব্রহ্মা স্বয়ং যজ্ঞের জন্য নির্বাচন করেছিলেন রাজস্থানের এই ভূমি

অনেকে বলেন, ভগবান ব্রহ্মার একমাত্র মন্দির রয়েছে রাজস্থানের পুষ্করে। সৃষ্টির নির্মাতা ভগবান ব্রহ্মা হলেন ব্রহ্মা মন্দিরের প্রধান উপাস্য দেবতা। এই মন্দির সংলগ্ন এলাকায় রয়েছে একটি হ্রদ যার নাম পুষ্কর হ্রদ। তবে এই মন্দির ও হ্রদ সম্পর্কে অনেক গল্প শুনতে পাওয়া যায়। পুরাণ মতে, একবার ভগবান ব্রহ্মা একটি পবিত্র কাজ সম্পন্ন করার জন্য যজ্ঞ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার কাজ সম্পন্ন করার জন্য সস্ত্রীক যজ্ঞ করার ইচ্ছা ছিল ব্রহ্মার। কিন্তু তার স্ত্রী সেই সময় সেখানে উপস্থিত না থাকায় বালিকা রূপী গায়েত্রীকে বিবাহ করে যজ্ঞে অংশগ্রহণ করেছিলেন তিনি। কিন্তু যজ্ঞের স্থানে অন্য স্ত্রীকে বসিয়ে রাখার জন্য ব্রহ্মার স্ত্রী সরস্বতী ক্ষুব্ধ হয়ে তাকে অভিশাপ দেন যাতে পৃথিবীর সব মানুষ তাকে ভুলে যায় আর কখনও তার পুজো না করে। কিন্তু অন্য দেবতাদের প্রার্থনায় সরস্বতী খুশি হয়ে জানান যে পৃথিবীর মধ্যে একমাত্র পুষ্করে ব্রহ্মার পুজো করা হবে। তারপর থেকে পৃথিবীর মধ্যে একমাত্র এই স্থানেই ভগবান ব্রহ্মার পুজো করা শুরু হয়েছিল।

 

Pushkar1

মন্দিরে ব্রহ্মার মূর্তির পাশাপাশি একটি গুহা রয়েছে যেটি শিবকে সমর্পিত করা হয়েছে। মন্দিরে গায়ত্রী দেবীরও একটি মূর্তি রয়েছে। মন্দিরটি সম্পূর্ণ নির্মিত হয়েছে মার্বেল পাথর দিয়ে তার উপর রুপোর কয়েন দিয়ে সাজানো হয়েছে। গর্ভগৃহে রয়েছে একটি কচ্ছপের মূর্তি। হিন্দু মহাকাব্য রামায়ণ, মহাভারত ও পদ্মপুরাণে এই পুষ্কর হ্রদ ও মন্দিরের উল্লেখ রয়েছে। কথায় আছে, ভগবান ব্রহ্মা যজ্ঞের স্থান নির্বাচন করার সময় একটি পদ্ম ফুল আকাশ থেকে মাটিতে ফেলেছিলেন। সেই ফুলটি এই স্থানেই পড়েছিল। তাই এই স্থানের নাম পুষ্কর দেওয়া হয়েছিল। ভক্তদের বিশ্বাস, চারধাম যাত্রা সম্পূর্ণ হবে না পুষ্কর হ্রদে স্নান না করলে।

মন্দিরের শহর নামে পরিচিত পুষ্করের এই প্রাচীন মন্দিরটি মোঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে ধ্বংস করা হয়েছিল। কিন্তু তাও আজও দাঁড়িয়ে রয়েছে মন্দিরটি‌। প্রতি বছর কার্তিক পূর্ণিমায় প্রায় ১০ দিন ধরে এই স্থানে মেলা ও পুণ্যস্নান চলে। সেই সময় দেশ ও বিদেশের বহু পর্যটক ও ব্রহ্মা দেবের ভক্তরা এই স্থানে আসেন ভগবানের দর্শন করতে। রাজস্থানের রাজধানী জয়পুরের দক্ষিণে অবস্থিত আজমের থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত পুষ্কর মন্দিরটি। আর এখানেই রয়েছে ব্রহ্মা মন্দিরটি‌।

এটা শেয়ার করতে পারো

...

Loading...