ডলফিনের সংখ্যা বাড়লো চিল্কায়

সামুদ্রিক প্রাণী সংরক্ষণে  সাফল্য এলো চিল্কায়| সংখ্যায় বাড়লো ডলফিন| বছরের শুরুতেই গণনা করে দেখা গেল ১৪৬টি ডলফিন রয়েছে চিল্কা হ্রদে| ২০১৮ সালে চিলিকায় মোট ১৬২টি ডলফিন গণনা করা হয়েছিল। কিন্তু ২০১৯ সালে তা কমে দাঁড়ায় ১১৩ তে। এই ঘটনায় হাসি ফুটেছে বন্যপ্রাণ সংরক্ষণ দফতরের মুখে|

গত বছরে ডলফিনের সংখ্যা কমে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল দফতরের কর্তাদের কপালে | মনে করা হয়েছিল বিরল প্রজাতির ইরাওয়াডি ডলফিন সংখ্যায় কমে বিলুপ্তপ্রায় হয়ে যেতে পারে| ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) এই প্রজাতির ডলফিনদের বিরলের তালিকাভুক্ত করেছে| ওড়িশা বন দফতর জানিয়েছে,  অন্তত ১৪৬টি ‘ইরাওয়াডি’ ডলফিনের খোঁজ মিলেছে চিল্কায়। আশপাশের এলাকা মিলিয়ে সেই সংখ্যা ১৫০ ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছে বন দফতরের আধিকারিকরা।

চিল্কার ১১৬৫ বর্গকিলোমিটার এলাকা সংরক্ষিত বলে ঘোষণা করা হয়েছে ইরাওয়াডি ডলফিনের জন্য| চিল্কা ডেভেলপমেন্ট অথরিটি জানিয়েছে মোট কটি প্রাপ্ত বয়স্ক ও কটি শিশু ডলফিন আছে তার সঠিক সংখ্যা খুঁজে বের করতে আরো কিছুদিন সময় লাগবে| সিডিএ-র আধিকারিকরা জানিয়েছেন গণনার দিন চিল্কায় যন্ত্রচালিত নৌকা বা ভুটভুটি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল। মোট ১৮টি দল এই গণনার কাজে নিযুক্ত হয়েছিল। হাইড্রোফোন মনিটরিং করে ডলফিনদের গতিবিধি ট্র্যাক করার পাশাপাশি এই প্রথমবার ডলফিন গণনার জন্য জিপিএস ট্র্যাকিং বাইনোকুলার ব্যবহার করা হয়|

এটা শেয়ার করতে পারো

...

Loading...