ভারতের বাজারে "নিসান"

নিসান মোটর কোম্পানি লিমিটেড জাপানি বহুজাতিক অটোমোবাইল কোম্পানি। সংক্ষেপে ‘নিসান’ নামেই এটি বেশি পরিচিত। এর মূল অফিস জাপানের ইয়োকোহামাতে। ২০১৩ সালে থেকে নিসানের গাড়ির চাহিদা বিশ্ব বাজারে বাড়তে শুরু করেছে। ভারতের বাজারেও এর চাহিদা ব্যপক হারে বেড়েছে বিগত কয়েক বছরে।

জানা গিয়েছে ভারতের বাজারে নিসান ইন্ডিয়া ৬ হাজার কোটি টাকা লগ্নি করবে। এ দেশের গাড়ি বাজারে নিজেদের জমি শক্ত করতেই বড় অংকের লগ্নির পথে এগোচ্ছে সংস্থাটি। বাড়ছে তেলের দাম, বাড়ছে গ্লোবাল, আর তাই ইলেকট্রিক গাড়ির প্রয়োজনীয়তাও বাড়ছে। ২০১০ সালেই ভবিষ্যতের কথা ভবে নানান পরীক্ষা নিরিক্ষা শুরু করে দিয়েছিল নিসান। বানিয়েছিল নিসান লিফ। গাড়িটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।এর নয়া মডেলটি একবার চার্জ দিলে ২২৬ মাইল যেতে পারে।

নিসান আজ পর্যন্ত প্রচুর মডেল লঞ্চ করেছে। তার মধ্যে অন্যতম সেরা নিসান আল্টিমা। এই মাঝারি আকারের গাড়িটি কোম্পানির সর্বাধিক বিক্রিত গাড়ি। ২০১১ সালে আমেরিকাতে বেস্ট সেলিং গাড়ির তালিকায় নিসান আল্টিমা দ্বিতীয় স্থান অধিকার করে। বাজারে এর মূল প্রতিযোগী টয়োটা ক্যামরি ও হোন্ডা একর্ড। নিসানের 370z মডেলটি একটি স্পোর্টস কার। এটি ২০০৮ সালে বাজারে আসে। এর প্রথম শো হয় লস্‌ অ্যাঞ্জেলেসের একটি অটো শোতে। এটি নিসান Z কার লাইনের ষষ্ঠ জেনারেশন। নিসান সেন্ট্রা কমপ্যাক্ট মডেলটি ২০০৬ সাল পর্যন্ত এটা নিসান সানির এক্সপোর্ট ভার্সন ছিল। ২০০৩ সালে এটি জাপানি সিলফি-র রিব্যাজড এক্সপোর্ট ভার্সন হয়। নিসান কিউব মিনি এমপিভি কার। এটি তৈরি শুরু হয় ১৯৯৮ সালে। প্রথমে জাপানেই ম্যানুফ্যাকচার করা হতো। ২০০৯ সাল থেকে এটা ইউরোপ ও উত্তর আমেরিকার বাজারে আসে। এটির ভারি পণ্য বহন করার ক্ষমতা রয়েছে।

নিসান কোয়েস্ট মডেলটি মিনি ভ্যান। ১৯৯২ সালে এটি প্রথম তৈরি হয়। এখন এর চতুর্থ জেনারেশন এসে গিয়েছে বাজারে। এটি উদ্বোধন হয়েছিল ১৯৯২ সালে “North American International Auto Show” তে। নিসান “রোগ” (Rogue) মাঝারি আকারের SUV। ২০০৭ সালের অক্টোবর মাসে এর ম্যানুফ্যাকচার করা হয়। ওই বছরের জানুয়ারি মাসে উত্তর আমেরিকার অটো শোতে এর উদ্বোধন করা হয়েছিল।


গতবছর ডিসেম্বরে নিসান, নিসান ম্যাগনাইট নামে নতুন মডেল নিয়ে আসে। ওই বছরে এক্স শোরুম দাম রাখা হয়েছিল ৪ লক্ষ ৯৯ হাজার টাকা থেকে ৯ লক্ষ ৩৫ হাজার টাকা পর্যন্ত। ২০২১ সাল থেকে এর বেস প্রাইস ৫ লক্ষ ৪৪ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...