শুক্রবার শুরু হচ্ছে নিউজিল্যান্ড সিরিজ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮ নভেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ় শুরু ভারতের। প্রথম ম্যাচ ওয়েলিংটনে। ২০ নভেম্বর দ্বিতীয় ম্যাচ হবে বে ওভালে। টি-টোয়েন্টি সিরিজ়ের শেষ ম্যাচে ২২ নভেম্বর নেপিয়ারে মুখোমুখি হবে দু'দল।

টি-টোয়েন্টি সিরিজ়ের পরে হবে এক দিনের সিরিজ। ২৫ নভেম্বর অকল্যান্ডে প্রথম এক দিনের ম্যাচ। পরের এক দিনের ম্যাচ ২৭ নভেম্বর হ্যামিল্টনে। ৩০ নভেম্বর ক্রাইস্টচার্চে তৃতীয় এক দিনের ম্যাচ খেলে শেষ হবে সিরিজ।

ভারতের ৭ জন ক্রিকেটার বিশ্বকাপের পরে দেশে ফিরে আসেন। তাঁরা হলেন, রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, অক্ষর পটেল, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি ও দীনেশ কার্তিক। তাঁরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে সুযোগ পাননি।

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের ১৫ জন ক্রিকেটারের মধ্যে ৮ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও এক দিনের সিরিজ়ে। তাঁরা হলেন, হার্দিক পাণ্ডিয়া, ঋষভ পন্থ, দীপক হুডা, সূর্যকুমার যাদব, যুজবেন্দ্র চহাল, আরশদীপ সিং, হর্ষল পটেল ও ভুবনেশ্বর কুমার। এই ৮ ক্রিকেটার অস্ট্রেলিয়া থেকে সরাসরি নিউজ়িল্যান্ডে চলে যান। হার্দিক পাণ্ডিয়া দলকে নেতৃত্ব দেবেন। সহকারী হিসাবে থাকবেন ঋষভ পন্থ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পরে জাতীয় দলকে দু'ভাগে ভাগ করে দিতে বললেন অনিল কুম্বলে। একটি সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা কোচ বলেছেন, ''দলকে দুটো ভাগে ভাগ করে দিতে হবে। টি-টোয়েন্টির জন্য ছোট ফরম্যাটে বিশেষজ্ঞ ক্রিকেটারদের খেলাতে হবে। তা হলে ক্রিকেটাররাও নিজেদের ভূমিকা সম্পর্কে নিশ্চিত হবে।''

এই প্রসঙ্গে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, দু'দলের উদাহরণ দিয়েছেন কুম্বলে। ইংল্যান্ড এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। অস্ট্রেলিয়া গত বারের চ্যাম্পিয়ন। কুম্বলে বলেছেন, ''ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে দেখে ভারতের শেখা উচিত। ওরা যে ভাবে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের উপর জোর দিয়েছে সেটা ভারতেরও করা উচিত। ইংল্যান্ডের হয়ে লিয়াম লিভিংস্টোন সাত নম্বরে ব্যাট করতে নামছে। অত নীচে ওর মানের ব্যাটার অন্য কোনও দলে নেই। মার্কাস স্টোইনিসও অস্ট্রেলিয়ার হয়ে ছ'নম্বরে নামে। এ রকম দল ভারতকেও তৈরি করতে হবে। অলরাউন্ডারের দিকে নজর দিতে হবে।''

সাদা ও লাল বলের ক্রিকেটে আলাদা আলাদা দলের পক্ষে সওয়াল করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার টম মুডিও। তিনি বলেছেন, ''আমার মনে হয় ভবিষ্যতে সব দলকেই এটা করতেই হবে। আলাদা আলাদা ফরম্যাটের জন্য আলাদা আলাদা বিশেষজ্ঞ ক্রিকেটারদের খেলাতে হবে। ইংল্যান্ড ইতিমধ্যেই সেই কাজ অনেকটা করে ফেলেছে। তার ফল তারা পাচ্ছে। বাকি দলগুলিকেও ওদের দেখে শিখতে হবে।''

শুধু প্লেয়ার নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারত ছিটকে যাওয়ার পরে আসন্ন নিউজ়িল্যান্ড সফরে রাহুল দ্রাবিড়-সহ পুরো কোচিং দলকে যে বিশ্রাম দেওয়া হচ্ছে তাও জানিয়ে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও এক দিনের সিরিজ়ে ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব সামলাবেন ভিভিএস লক্ষ্মণ। দলের বোলিং কোচের দায়িত্ব সামলাবেন সাইরাজ বাহুতুলে। ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে হৃষিকেশ কানিতকরকে। ভারতের ফিল্ডিং কোচ হিসাবে মুনিশ বালির নাম জানানো হয়েছে। এই তিন জনই লক্ষ্মণের অধীনে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দায়িত্ব সামলান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই কোচিং দলের উপরে ভরসা রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভারত বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরে বিসিসিআইয়ের এক আধিকারিক দ্রাবিড়দের বিশ্রামের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ''ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়, বোলিং কোচ পরশ মামব্রে, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর ভারতে ফিরে আসছেন। বিশ্বকাপের পরে তাঁদের বিশ্রামে পাঠানো হচ্ছে।''

তিনি অবশ্য জানিয়েছেন, ডিসেম্বর মাসে বাংলাদেশ সফর থেকে আবার ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব সামলাবেন দ্রাবিড়রা। গত কয়েক মাসে পর পর প্রতিযোগিতা থাকায় বিশ্রামের সুযোগ পাননি ভারতের সাপোর্ট স্টাফ। তাই তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছে।

আগেও দ্রাবিড়ের অনুপস্থিতিতে ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলেছেন  ভিভিএস লক্ষ্মণ। আয়ারল্যান্ড সফরে প্রথমবার তিনি ভারতীয় দলের কোচ হন। পরে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সফরেও দলের সঙ্গে যান তিনি। জ়িম্বাবোয়ে সফর ও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও কোচিং করিয়েছে লক্ষ্মণ। এশিয়া কাপ শুরু হওয়ার আগে দ্রাবিড়ের করোনা হওয়ায় তখনও দলের সঙ্গে যোগ দিয়েছিলেন লক্ষ্মণ। পরে সুস্থ হয়ে দ্রাবিড় সংযুক্ত আরব আমিরশাহি গেলে দেশে ফিরে আসেন তিনি।

ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং এক দিনের সিরিজ়ে দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পাচ্ছে না নিউজ়িল্যান্ড। মার্টিন গাপ্টিলকে দলে রাখেননি নির্বাচকরা। ৩৬ বছরের ব্যাটারের পরিবর্তে সুযোগ দেওয়া হয়েছে তরুণ ব্যাটার ফিন অ্যালেনকে। দলে রাখা হয়নি অভিজ্ঞ জোরে বোলার ট্রেন্ট বোল্টকেও।

গুরুত্বপূর্ণ ব্যাটার এবং বোলারকে ছাড়াই ভারতের বিরুদ্ধে মাঠে নামতে হবে কেন উইলিয়ামসনদের। অতিরিক্ত ক্রিকেট এড়াতে এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে কয়েক মাস আগে ক্রিকেট নিউজ়িল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বেরিয়ে গিয়েছেন বোল্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকলেও কোনও ম্যাচ খেলেননি গাপ্টিল। ভারতের বিরুদ্ধে সিরিজ়ে দুই অভিজ্ঞ ক্রিকেটারকে দলে না রাখা পরিকল্পনার অংশ বলেই জানানো হয়েছে নিউজ়িল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষে।

নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড মেনে নিয়েছেন, দুই অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়া মাঠে নামা কঠিন। যদিও তিনি বলেছেন, ''গত অগস্টে বোল্ট চুক্তি ছেড়ে বেরিয়ে যাওয়ার সময়ই আমরা বলেছিলাম, কেন্দ্রীয় বা ঘরোয়া চুক্তিতে থাকা ক্রিকেটারদের দল নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে। এক্ষেত্রে সেটাই করা হয়েছে।

গাপ্টিলকে দলে না রাখা নিয়ে উইলিয়ামসনদের কোচ বলেছেন, ''ঘরোয়া সাদা বলের ক্রিকেটে অ্যালেন দারুণ সফল। ব্যাটিং অর্ডারের উপরের দিকে ওকে সুযোগ দেওয়ার জন্য গাপ্টিলকে রাখা হয়নি। এক দিনের বিশ্বকাপের আগে হাতে এক বছর সময়ও নেই। অ্যালেনকে যত বেশি সম্ভব সুযোগ দিতে চাই অভিজ্ঞতা অর্জনের জন্য। বিশেষ করে ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে আমরা অ্যালেনকে খেলাতে চাই।''

উল্লেখ্য, আগ্রাসী ব্যাটার হিসাবে পরিচিত গাপ্টিলকে কিছু দিন ধরে সেরা ছন্দে দেখা যাচ্ছে না। নিউজিল্যান্ড কোচ অবশ্য জানিয়েছেন, দুই অভিজ্ঞ ক্রিকেটারই থাকছেন তাঁদের পরিকল্পনায়। স্টিড বলেছেন, ''দু'জনকেই বলা হয়েছে আগামী দিনে প্রচুর আন্তর্জাতিক ক্রিকেট রয়েছে। জাতীয় দলের দরজা ওদের জন্য বন্ধ করা হচ্ছে না।''

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের দল: হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), ঋষভ পন্থ, শুভমন গিল, ঈশান কিশান, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, আরশদীপ সিং, হর্ষল পটেল, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দল: শিখর ধবন (অধিনায়ক), ঋষভ পন্থ, শুভমন গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, শাহবাজ় আহমেদ, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, আরশদীপ সিং, দীপক চাহার, কুলদীপ সেন এবং উমরান মালিক।

(নিবন্ধকারঃ ঋদ্ধি রিট)

এটা শেয়ার করতে পারো

...

Loading...