নতুন ধারাবাহিক ‘শ্যামা’ একটা অন্য গল্প নিয়ে আসছে, প্রেস কনফারেন্সে কি বলছে তারকারা?

সান বাংলা চ্যানেলে আসতে চলেছে নতুন বাংলা ধারাবাহিক ‘শ্যামা’। একেবারে সেই চেনা ছক ভেঙে অন্য গল্প বলবে দর্শকদের নতুন সিরিয়াল।

‘শ্যামা’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছে অভিনেত্রী টুম্পা ঘোষ ও অভিনেতা হানি বাফনা। এছাড়া এই সিরিয়ালের মাধ্যমেই দীর্ঘ বিরতির পর টেলি পর্দায় ফিরে আসছে অভিনেত্রী মধুবনী গোস্বামী। এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে অনুরাধা রায়, ভরত কল, মধুবনী, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় প্রমুখ অভিনেতা অভিনেত্রীকে।

Shyama-Sun-Bangla-Serial-Cast-Story-Actress-Wiki-More_11zon

‘শ্যামা’ সিরিয়ালের গল্পে জয় (হানি বাফনা) ধনী পরিবারের ছেলে। ব্যানার্জী বাড়ির প্রধান বকুল ব্যানার্জী (বিশ্বজিৎ চক্রবর্তী) বিখ্যাত জ্যোতিষী। তিনি বাড়ির কর্তা আর তাঁর ইচ্ছা অনুযায়ী সবকিছু চলে। জয়ের দাদু তিনি। অন্যদিকে রয়েছেন পুরোহিতের কন্যা সুন্দরী অরিত্রী (টুম্পা ঘোষ)।

জয় তাকে প্রথমবার দেখেই ভালোবেসে ফেলে। বাড়ির সবার আশীর্বাদে তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পরেই তাদের জীবনে আসে অতীতের কালো ছায়া। যে সমস্ত ঘটনার কথা বিয়ের আগে জানতোই না তাঁরা, সেই সমস্ত ঘটনা প্রভাব ফেলতে শুরু করে তাদের জীবনে। এই সমস্ত অন্ধকার কাটিয়ে আদৌ কি সুখী দাম্পত্য কাটাতে পারবেন জয়-অরিত্রি নাকি নষ্ট হয়ে যাবে তাদের বিবাহিত জীবন? কী হবে শেষপর্যন্ত, সেই উত্তর মিলবে গল্প শুরু হলে।  

এছাড়া, জয়ের ঠাকুমার চরিত্রে দেখা যাবে অনুরাধা রায়’কে। জয়ের বাবার ভূমিকায় থাকছেন ভরত কল এবং মায়ের ভূমিকায় দেখা যাবে সুচিস্মিতা চৌধুরী-কে। জয়ের ভাইয়ের ভূমিকায় সায়ক চক্রবর্তী। অরিত্রির বাবার ভূমিকায় দেখা যাবে বোধিসত্ত্ব মজুমদার-কে এবং মায়ের ভূমিকায় মৌসুমী সাহা। জয়ের প্রেমিকা সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়-কে।

সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে ধারাবাহিকের শুরু সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা হয়। উপস্থিত ছিল সিরিয়ালের পুরো টিম। 

ধারাবাহিকে অভিনেত্রী মধুবনী গোস্বামীকে মা তারার চরিত্রে দেখা যাবে। এদিন সেই সাজেই উপস্থিত ছিলেন তিনি। মধুবনী বলেন, “৪ বছর পর আমি আবার ফ্লোরে কাজ করতে নেমেছি। খুবই ভাল লাগছে এসে। ‘শ্যামা’-তে আজকেই আমার শুটিং-এর প্রথম দিন। যদিও অনেকদিন আগেই শুরু হয়েছিল সিরিয়ালের শুটিং। যখন আমার কাছে ‘শ্যামা’র অফারটা আসে সুরিন্দর ফিল্মস থেকে, তখন ভীষণভাবে ওরা চেয়েছে, সাপোর্ট করেছে আর বলেছিল যে দিদি তুমি প্লিজ করো, তোমায় বেশিদিন রাখব না। ৮ থেকে ৯ দিন, তারপর পরে এরকমই ৭-৮ দিন লাগতে পারে। আমার এইটুকু কাজের জন্যই দরকার। তাতে আমার মন ভালো লাগবে। রাজাকে এই অফারের কথা বলতে সেও বলল কাজ করতে”

4_11zon

অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “হানির সঙ্গে এই নিয়ে আমার তিন নম্বর কাজ। এখানে চরিত্রটি একটু অন্যরকম”।

ধারাবাহিকের মুখ্য চরিত্র জয় ওরফে হানি বাফনা জানালেন, “জয় প্রভাবশালী ব্যক্তি। একমাত্র দাদু বকুল ব্যানার্জীর কথাই সে শোনে। এই চরিত্রটি আমার কাছে খুবই চ্যালেঞ্জিং। তো সেই জায়গায় নিজের কল্পনা শক্তিকে আরও বাড়াতে হচ্ছে, তারপর ইনপুট নিয়ে আলোচনা করে শুট করা। টুম্পার সঙ্গে এটা প্রথম কাজ। খুব ভালো লাগে যখন কো-আর্টিস্টরা ডেডিকেটেড হয় তাদের কাজ নিয়ে আর টুম্পা তার মধ্যেই পড়ে।”

অভিনেত্রী টুম্পা ঘোষ খুবই খুশি এই চরিত্রটি নিয়ে। তিনি বলেছেন, “আমার অরিত্রী থেকে শ্যামা হয়ে ওঠা, লুক নিয়ে বলবো না, কারণ ওটা মেকআপ আর্টিস্ট ভাববে। যেটা আমার ভাবার দরকার সেটা হল আমার চরিত্রটা নিয়ে। আরিত্রীকে খুবই হাসিখুশি একটি মেয়ে। সেইভাবেই সে বড় হয়েছে। তার মধ্যে শিক্ষার আলো রয়েছে। সহজ সরল হলেও বোকা নয়। সেইখান থেকে এরকম কী ঘটনায় জড়িয়ে গেল, ‘অরিত্রী’ থেকে ‘শ্যামা’ হয়ে গেল। সেটাই আসল গল্প। অরিত্রীর ভেতরে একটা ইচ্ছে রয়েছে পুরোহিত হওয়ার কিন্তু সেটা বাধা হবে সমাজে। হানিদার সঙ্গে এটা প্রথম কাজ। আমি খুব খুশি কাজ করে।”

বকুল ব্যানার্জী অর্থাৎ বিশ্বজিৎ চক্রবর্তী তার চরিত্রের বিষয়ে নিয়ে বলেছেন। তিনি বলেছেন, “আমার এতবছরের অভিজ্ঞতায় এতগুলো ছবি, এতগুলো সিরিয়াল এত টেলিফিল্ম করার পরেও আমি বলছি আমি এই ধরনের চরিত্র আগে কখনও করিনি। এই ধরনের গল্পেও কাজ করিনি। এরকম ব্ল্যাক ম্যাজিকের উপস্থাপন থাকবে অথচ একটা সোশ্যাল ড্রামা, সোসিওমিথোলজি, এরকম এক্সপেরিমেন্ট আমাদের আগে হয়েছে কিনা আমি জানিনা।”

এই ধারাবাহিকের গল্পটি লিখছেন নীলাঞ্জনা এবং ত্রিশিকা। সিরিয়ালটি শুরু হচ্ছে ১১ সেপ্টেম্বর প্রতিদিন রাত ৯টায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...