দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছে 'সারেগামাপা'

বাংলা টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'সারেগামাপা'। এই অনুষ্ঠান মঞ্চ থেকেই উঠে এসেছে নতুন প্রজন্মের বহু বাংলা গায়ক-গায়িকা। 'সারেগামাপা'-এর বিচারকের আসনে বসেছেন আশা ভোঁসলে, কুমার শানু, সনু নিগমের মতো সঙ্গীত শিল্পীরা। তবে শুধু মাত্র প্রতিযোগিতাই নয়, অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকেই সঙ্গীত শিক্ষা দেওয়া হয়। সম্প্রতি এই মিউজিক রিয়ালিটি শোয়ের নতুন সিজনের কথা ঘোষণা করা হয়েছে। এবার এই শোতে সঙ্গীত শিক্ষার কাজকে আরও নিখুঁত ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মহাগুরুর আসনে বসানো হয়েছে পদ্মভূষণ সম্মান প্রাপ্ত পন্ডিত অজয় চক্রবর্তীকে। প্রথম বার বড় ঘটনা ঘটেছে 'সারেগামাপা'-এর। এমনকি পন্ডিত জী প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিযোগিতায় প্রথম পাঁচ জনের মধ্যে যারা থাকবেন। তাদের সঙ্গীতের তালিম দেবেন পন্ডিতজী।

অন্যদিকে এই প্রথম কোনও রিয়ালিটি শোয়ে বিচারকের দায়িত্ব পালন করবেন রিচা শর্মা। তার সঙ্গে শান্তনু মৈত্র ও শ্রীকান্ত আচার্যের মতো গুণী শিল্পীরাও থাকছেন। সঙ্গীত শিল্পীদের প্যানেলে থাকছেন ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, রথীজিৎ, মনোময় ভট্টাচার্য ছাড়াও অনেকে। আর সঞ্চালনার দায়িত্ব সামলাবেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ আবির চট্টোপাধ্যায়।

প্রত্যেক বারের মতো এবারও জাতীয় স্তরের বহু নামী শিল্পীদের দেখা মিলবে এই শোয়ে। আগামী ১১ জুন থেকে  প্রতি শনিবার ও রবিবার রাত ৯:৩০ টায় টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হবে 'সারেগামাপা'।

এটা শেয়ার করতে পারো

...

Loading...