পরিবর্তন হল আগরতলা-আনন্দ বিহার টার্মিনাল তেজস রাজধানী এক্সপ্রেস-এর যাত্রাপথ। সাধারণের দাবি এতদিন পর পূর্ণ হল। এই ট্রেনটি আগরতলা ও আনন্দ বিহার টার্মিনালের মধ্যে চলাচল করে।
এবার থেকে অর্থাৎ ১৫ই জানুয়ারি থেকে মালদা টাউন, ভাগলপুর জং, জামালপুর জং, ভায়া পটনা জংশন হয়ে চলাচল করবে। দেখা যাচ্ছে যে এই পরিবর্তন এনে পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যের ওপর দিয়েও চলবে ট্রেন। এই দাবি ছিল বহু জনগণের, সেটা পূরণ হল।
যেহেতু পথ পরিবর্তন হয়েছে। তাই, ট্রেনের সময়সূচি ও মোট যাত্রা সময়েও পরিবর্তন হয়েছে। জানা গিয়েছে যে ট্রেন নং. ২০৫০১ (আগরতলা-আনন্দ বিহার টার্মিনাল) ১৫ জানুয়ারি, ২০২৪, সোমবার ১৫.১০ ঘণ্টায় আগরতলা থেকে রওনা দিয়ে বুধবার ১০.৫০ ঘণ্টায় নিজের গন্তব্যস্থল দিল্লির আনন্দ বিহার টার্মিনালে পৌঁছবে।
একইভাবে, ট্রেন নং. ২০৫০২ (আনন্দ বিহার টার্মিনাল-আগরতলা) বুধবার ১৯.৫০ ঘণ্টায় দিল্লির আনন্দ বিহার টার্মিনাল থেকে রওনা দিয়ে শুক্রবার ১৫.৪০ ঘণ্টায় নিজের গন্তব্যস্থল ত্রিপুরার আগরতলা পৌঁছবে।
দেখা যাচ্ছে যে এই ট্রেনটি মালদা টাউন, ভাগলপুর ও জামালপুরের মতো পশ্চিমবঙ্গ ও বিহারের গুরুত্বপূর্ণ স্টেশনগুলি দিয়ে চলাচল করবে। এই কারণে দেশের রাজধানীর সাথে ত্রিপুরা, অসম, পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যের ভৌগোলিক সংযোগ বৃদ্ধি পাবে আর তাই নতুন করে সংযুক্ত স্থানগুলির আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নতি ঘটবে।
এছাড়া, এই পরিবর্তনের কারণে বহু মানুষ বাংলা ও ত্রিপুরার মধ্যে অনায়াসে যাতায়াত করতে পারবেন। সেই জন্য বহু ট্রেনের ব্যবস্থা ভালো করা হচ্ছে।
এই প্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক, সব্যসাচী দে জানিয়েছেন যে আইআরসিটিসি ওয়েবসাইটে এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির সমস্ত তথ্য পাওয়া যাবে। এছাড়া বিভিন্ন সংবাদপত্র সহ উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়ায় এই তথ্য দেওয়া হবে।