সল্টলেকে পঞ্চায়েত দফতরের নিজস্ব বাড়ি 'মৃত্তিকা ভবন' তৈরী হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালিগঞ্জের একডালিয়া এভারগ্রীন পুজো মন্ডপ থেকে সুইচ টিপে সেই ভবনটির উদ্বোধন করলেন।
পরে সেই বাড়ির দ্বারোদ্ঘাটন করেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত দফতরের অতিরিক্ত মুখ্যসচিব এম ভি রাও, বিশেষ সচিব দিব্যেন্দু দাস প্রমুখ। দ্বারোদ্ঘাটন করতে গিয়ে সুব্রতবাবু বলেন, অন্য দফতরের বাড়িতেই এতদিন পঞ্চায়েতের দফতর চলত। এবারে নিজস্ব ভবন তৈরী হওয়ায় সল্ট লেক ডিডি ব্লকের দশ তলা এই ভবনে পঞ্চায়েত দফতরের সব বিভাগই থাকবে। বর্তমানে সেগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এক জায়গায় এলে কাজের গতি বাড়বে এবং কাজের সুযোগও বাড়বে। ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিদের এবং অফিসারদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আলাদা ঘর নির্মাণ করা হয়েছে। এছাড়া স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরী জিনিসও প্রদর্শন করার সুযোগ থাকবে।