ঠুনকো কাঁচের কঠিন রকম সকম

না সলিড না লিকুইড অথচ এর থেকে শক্ত বস্তু আর কিছু হয় না। কি ভাবছেন, এ আবার কেমন ধাঁধা তাই তো?  না, এটা মোটেই কোনো ধাঁধা নয়। এটি আসলে কাঁচের এক বিশেষ ধর্ম। আজকাল প্রযুক্তির উন্নতির সাথে সাথে কাঁচের ব্যবহারও বেশ বেড়েছে। বড়বড় শপিং মল থেকে শুরু করে বড় অফিস বিল্ডিং সবকিছুর আবরণে আজকাল ব্যবহৃত হচ্ছে কাঁচ। এই কাঁচ নিয়ে একটি বিশেষ গবেষণা সম্প্রতি সাড়া ফেলে দিয়েছে গোটা বিজ্ঞানমহলে

আমরা ছোটবেলায় পাঠ্যবইতে পড়েছি কাঁচের নানা ধর্মের কথা। কাঁচ হল না সম্পূর্ণ কঠিন আর না সম্পূর্ণ তরল। এই দুইয়ের মাঝামাঝি অবস্থান করা একপ্রকার যৌগ। কাঁচ তড়িতের কুপরিবাহী অর্থাৎ কাঁচের ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে না। সেরকমই সাম্প্রতিককালে করা একটি গবেষণাতে উঠে এসেছে কাঁচের নানা অদ্ভুত ধর্মের কথা। বিজ্ঞানীরা জানাচ্ছেন, কাঁচ নিয়ে করা এই গবেষণা ভবিষ্যতে এই নিয়ে রিসার্চের পথ আরও প্রশস্ত করবে।

গবেষণার ফলে জানা গেছে, কাঁচ দেখতে সলিড প্রকৃতির হলেও এটি তরলের ন্যায় আচরণ বেশি করে। এই গবেষণাটি মূলত করা হয়েছিল কাঁচের সারফেসের ঠিক নিচে কি কি ঘটনা পরপর ঘটতে থাকে তা জানার জন্য। এছাড়াও কাঁচের সাথে তাপের সম্পর্ক বা তাপের উপর কাঁচের নির্ভরশীলতা কতটা তা নিয়েও গবেষণা চালিয়েছেন তারা। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এর ফলে বিভিন্ন তাপমাত্রায় কাঁচ কেমন আচরণ করবে তা খুব ভালোভাবে জানা যাবে। এর ফলে ভবিষ্যতে আরও যেসব মেটাল আবিষ্কৃত হবে তার ধর্ম সম্পর্কে জানতে বেশি সুবিধা হবে। কাঁচ নিয়ে গবেষণার সময় একজন গবেষক জানান, কাঁচ খুবই অদ্ভুত আচরণ করে। কাঁচকে দেখতে যতটা স্বচ্ছ তার ধর্ম কিন্তু অতটাও স্বচ্ছ নয়। এর প্রকৃত ধর্ম বোঝার জন্য আজও চলছে গবেষণা।

 কাঁচ একধরণের অনিয়তাকার বস্তু। তাই এর স্থিতি একটু কম হয়ে থাকে। কাঁচ নিয়ে গবেষণার ফলে দেখা গেছে, কাঁচের মলিকিউলগুলি খুব স্লো মোশনে ইতস্ততভাবে ঘুরে বেড়ায়। আর এই মলিকিউলের দৌড়াদৌড়ির কারণেই কাঁচ কখনো প্রপার সলিডের তকমা জোগাড় করতে পারেনি। বিজ্ঞানীরা জানাচ্ছেন, কাঁচকে যদি এক জায়গায় এক ভাবে ফেলে রাখা যায় তবে তা ধীরে ধীরে সলিডের চেহারা নেবে। কিন্তু এই পদ্ধতিটি খুব ধীর গতিতে হবে। এছাড়াও কাঁচের উপর যার প্রভাব সবচেয়ে বেশি তা হলো উত্তাপ ও তাপমাত্রা। এই দুয়ের প্রভাবেই কাঁচ ও কাঁচজাতীয় মেটিরিয়াল তাপমাত্রার ফলে পরিবর্তন ঘটতে পারে। এর ফলে একটি কাঁচের তাপমাত্রা সহ্য করার ক্ষমতা কতটা বা কতটা তাপ সে সহ্য করতে পারবে তা স্পষ্টভাবে জানা সম্ভব হতে চলেছে। এছাড়াও বিভিন্ন তাপমাত্রায় কাঁচ কেমন আচরণ করছে, অর্থাৎ তার মধ্যে তাপমাত্রার প্রভাব কেমন পড়ছে, তাও জানার চেষ্টা চলছে।

কাঁচের অনিয়তাকার এবং নৈরাকার ধর্মের জন্য এবং তাপমাত্রার কারণে কাঁচের ধর্ম পরিবর্তন হওয়ার কারণে কাঁচ সম্পর্কে গবেষণা করা বেশ কঠিন হয়ে পড়েছিল। নতুন এই গবেষণা সেই দরজা খুলে দিলো বলেই মনে করছেন বিজ্ঞানীগণ।

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...