'প্রথম বারের প্রথম দেখা'য় আর্য-ঋত্বিকা

এক মিষ্টি প্রেমের গল্প এবার বড় পর্দায় নিয়ে আসছে পরিচালক আকাশ মালাকার। ছবির নাম 'প্রথম বারের প্রথম দেখা'। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা আর্য দাশগুপ্ত ও ঋত্বিকা সেন। ছবিতে নয়ের দর্শকের একটি টিন এজ লাভ স্টোরি দর্শকদের সামনে তুলে ধরতে চলেছেন পরিচালক। যেখানে অভিনেতা আর্যর চরিত্রের বান্টি। যে একটি সরকারি স্কুলের দ্বাদশ শ্রেণিতে পড়ে। তার বাবা একটি মুদিখানার দোকান চালান। তবে স্কুলে তার তিন জন বন্ধু রয়েছে যাদের নাম কালু, টিংকু আর চিরকুট। বান্টীর একদিন দেখা হয় ধনী পরিবারের মেয়ে কুহুর সঙ্গে। প্রথম দেখাতেই বান্টি কুহুর প্রেমে পড়ে। কুহু একটি ইংলিশ মিডিয়াম স্কুলে একাদশ শ্রেণীতে পড়ে। বান্টির ভালোবাসার কথা একদিন বুঝতে পেরে যায় কুহু।  কুহু বলে যে সেও বান্টিকে ভালোবাসে। তারপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। কিন্তু হঠাৎ একটি তাদের সম্পর্কের কথা জেনে যায় কুহুর বাবা। গল্পে এরপর কী হবে তা জানতে দেখতে হবে 'প্রথম বারের প্রথম দেখা' ছবিটি।

 

Prothombarerprothomdekha1

ছবিতে আর্য ও ঋত্বিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, তুলিকা বসু, শান্তিলাল মুখোপাধ্যায়, পার্থসারথি চক্রবর্তী, রাজু মজুমদার, সত্যম মজুমদার, রাজেশ মন্ডল, অর্পন দেবনাথ, ঋতু বসু, সঞ্জয় মন্ডল, জয়দেব দে, কেয়া রায়, মনোজিৎ মিত্র প্রমুখ। ছবিতে গান গেয়েছেন রূপঙ্কর বাগচি, অরিজিৎ পাল। ছবির প্রযোজনার দায়িত্ব সামলেছে চন্দন কান্তি সরকার, সুশান্ত বিশ্বাস ও প্রয়াত তন্ময় লোধ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...