বর্তমান সময়ে মানুষের জীবনের অন্যতম আতঙ্কের নাম হল ক্যান্সার। এই মারণ রোগে আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বেড়ে চলেছে। তবে যেভাবে ক্যান্সারের প্রকোপ বেড়েছে ঠিক একই ভাবে আধুনিক চিকিৎসা ব্যবস্থাও এখন যথেষ্ঠ উন্নতি করেছে। যার ফলে এখন সহজেই এই রোগের চিকিৎসা করা সম্ভব হয় উঠেছে। ক্যান্সার চিকিৎসা জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলির কাছে ভারত হল সেরা পছন্দ। এই দেশগুলি থেকে বহু ভারতে আসেন শুধু মাত্র ক্যান্সার জন্য। আধুনিক চিকিৎসা করার জন্য ভারতে বহু ক্যান্সার চিকিৎসা কেন্দ্র গড়ে উঠেছে। যার মধ্যে অন্যতম হল এই শহরের 'সরোজ গুপ্ত ক্যান্সার হাসপাতাল'।
আধুনিক চিকিৎসা পদ্ধতিকে কাজে লাগিয়ে এই হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা করা হয়। কেমোথেরাপি ছাড়াও প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, সাপোর্টিভ থেরাপি, নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি ও বোনম্যারো ট্র্যান্সপ্ল্যান্টের মতো চিকিৎসা পদ্ধতি রয়েছে এই হাসপাতালে।
মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জার্মান, ফ্রান্সের মতো দেশগুলিতে বোনম্যারো ট্র্যান্সপ্ল্যান্টের মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা করা হয়। বোনম্যারো হল হাড়ের ভিতরে থাকা অস্থিমজ্জা। প্রথমে কেমোথেরাপির মাধ্যমে রোগীর হাড়ের ভিতরের সমস্ত অস্থিমজ্জা খালি করে ফেলা হয়। আর এই খালি করার প্রায় দু'দিন পর স্টেম প্রতিস্থাপন করা হয়। তবে এই চিকিৎসা সময় রোগীকে আরও বেশি সাবধান থাকতে হয়। নাহলে অন্য রোগ সংক্রমণের সম্ভাবনা রয়েছে। তবে এই চিকিৎসা পদ্ধতি ক্যান্সার রোগীদের জন্য খুবই কার্যকরী। ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে এই চিকিৎসার ব্যবস্থা রয়েছে।