রাজ্যের মুখ্যমন্ত্রী-ই উন্নয়নের মুখ

দীর্ঘ সাত বছর শাসনক্ষমতায় থাকার পর রাজ্যের মুখ্যমন্ত্রীর মুকুটে নতুন পালক যুক্ত হল। 'স্কচ গোষ্ঠীর' নিরিখে দেশের মধ্যে উন্নয়নের ধ্বজাধারী মুখ্যমন্ত্রী হিসেবে 'স্কচ মুখ্যমন্ত্রীর' শিরোপা পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের সেরা মুখ্যমন্ত্রী হিসেবেও উঠে এসেছে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম। প্রথম থেকেই তিনি রাজ্যের উন্নয়নের দিকে নজর দিয়েছেন। বিভিন্ন রকম প্রকল্পের আওতায় এনেছেন রাজ্যের সব রকম ব্যবস্থাকে। রাস্তা থেকে শিক্ষা, স্বাস্থ্য থেকে কৃষি সব জায়গাতেই উন্নয়নের কাজে সামিল করেছেন জনসাধারণকে। তার ফলে আস্থাও অর্জন করেছেন সকলের। মমতা বন্ধ্যোপাধ্যায়ের এই উন্নয়নকে-ই  স্কচ রিপোর্টে গুরুত্ব দেওয়া হয়েছে। অনেক রকম বাধা বিপত্তি সত্ত্বেও যেভাবে উন্নয়নকে শিরোধার্য করে এগিয়েছেন মুখ্যমন্ত্রী, সেটাই অভিনব আখ্যা দিয়েছে স্কচ গোষ্ঠী। প্রতি বছরই কেন্দ্রশাসিত সহ সব রাজ্যের উন্নয়ন সূচক কর্মসূচি, প্রকল্প ছাড়াও সুশাসনের বিচার করে একটি তালিকা তৈরী করে ওই সংস্থা। রাজ্যগুলির একটি রাংকিং তৈরী হয়। সেটাই তাদের রিপোর্টে পেশ করে স্কচ গ্রূপকন্যাশ্রী, গতিধারা, মুক্তির আলো, বিদ্যুতের আপ, শিক্ষাশ্রী, রূপশ্রী, সবুজসাথী, সমব্যাথী বা ন্যায্যমূল্যের ওষুধের দোকান প্রকল্পকেও সন্মান জানানো হয়েছিল। প্রশাসনে স্বচ্ছতা, গতি ও আইনের শাসনেও অনেক রাজ্যের তুলনায় অনেকটাই এগিয়ে বাংলা।

     উল্লেখ্য, দেশে বর্তমানে স্কচ ফাউন্ডেশনের সম্মানকে মেনে নেয় অন্য রাজ্য। সব রাজ্যই এই প্রতিযোগিতায় অংশ নেয়। এবারে দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ-এর মুখ্যমন্ত্রী, তৃতীয় স্থানে তেলেঙ্গানা, চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রাজস্থানগুজরাট। এর পরের রাজ্যগুলি হল- ছত্তিশগড়, পঞ্জাব, মহারাষ্ট্র, কেরল, মধ্যপ্রদেশ, বিহারমেঘালয়

এটা শেয়ার করতে পারো

...

Loading...