What do we say to the god of death ?
Not today
হ্যাঁ, আজ নয়, আজ নয়।
মৃত্যুর চোখে চোখ রেখে আমরা তাই বলবো।
একটা থমথমে হাওয়া দিয়ে শুরুর হলো সিরিজটা। হাত ঘাম, অস্থিরতা আর ভয় দিয়ে শুরু হলো। শুধু winterfell এই শীতলতা বইছিলো না। বইছিল আমাদের Tv বা ফোনে আশেপাশেও। মনটাকে কেড়ে নিয়ে গিয়ে ফেলেছিল winterfell এর কেল্লার সামনে। যুদ্ধ হাজির। ভবিষ্যত সবার অজানা। সবার অচেনা। ইতিহাস কি লেখা হবে? নাকি রয়ে যাবে কেল্লা ভর্তি শবদেহ আর অনুতাপ ?
the night is dark
and full of terors
তৈরী সবাই। তৈরী dothraki সৈন্য। সামনের অন্ধকার ভেঙে হয়তো ধেয়ে আসবে Night king বাহিনী। এই বুঝি এল! এই বুঝি এল! করতে করতেই শুরুর কিছু মিনিট পেরিয়ে যায়। কিন্তু অন্ধকার ভেদ করে ঘোড়ার পায়ের আওয়াজ তুলে আসে "Melisandre " . "lord of lights " এর প্রতিনিধি। এই চরিত্রর পেছনে যে রয়ে যায় কত প্রশ্ন, কত জিজ্ঞাসা চিহ্ন যে ভিড় করে তার হিসাব রাখা মুশকিল। উত্তর খোঁজাও তাই মুশকিল। সে এসে dothraki তলোয়ারে হাত লাগায়। চোখ বন্ধ করে উচ্চারণ করে valariyan ভাষায় মন্ত্র দাউ দাউ করে জ্বলে ওঠে dothraki sword। গোটা ১৬০০০ সৈন্য dothraki সাথে আগুন হাতিয়ার। হ্যাঁ, লাফালাফি করে নিলে এখনই করে নিন। dothraki জ্বলন্ত sword এর মতই আমাদের আশায় দৌড়াছিল। অন্ধকারকে ভেদ করে জেতার আশা। একটা গোটা আগুনের সৈন্য দৌড়াচ্ছিল Night king এর কাহিনীর দিকে। চোখে আমাদের ছিল উল্লাস আর আশা। যেই দুরন্ত গতিতে তার গিয়েছিল সেই গতিতেই নিভে গেল সমস্ত dothraki র তলোয়ারের সামনে শীতল নির্জীব দেহ’র দোল শেষ করে দিল ১৬০০০ সৈন্যদলকে।
valar morghulis - all men must die
valar dohairies - all men must serve
পড়ে রইল unsallied সৈন্য ও বাকি গোটা winterfell। সভ্যতার সবচেয়ে বড় যুদ্ধ লড়ল তারা। তারা জীবন দিয়ে লড়লো এই মৃত্যুর সাথে। আগামী ভবিষ্যৎকে বাঁচানোর জন্য তারা লড়ে গেল। সিরিজটির এই এপিসোডটা ১ ঘন্টা ২০ মিনিটের, সাথে অসাধারণ সিনেমাটোগ্রাফি ও vfx . এমন দৃশ্য যে তৈরী হতে পারে তা আমরা ভাবি নি সত্যি। বছরের সাধনা ও অক্লান্ত পরিশ্রম এনে দিল এই সৃষ্টি।
stick them with the pointy end
ধারালো অস্ত্র নিয়ে দ্রুত যুদ্ধ করতে থাকে, তার বয়সে তা বীরত্ব দেখে সবাই কিন্তু স্তম্ভিত। প্রত্যেক চরিত্রের অভিনয় ও প্রতিভা ফুটে ওঠে তাঁদের কাজে। যুদ্ধ চলে অনেকক্ষণ ধরে, এপিসোডের শেষে সৃষ্টিকর্তারা নিজেরাই বলে এর পেছনের কাহিনী।
The long night
হ্যাঁ, হারিয়ে ফেলি অনেক প্রিয় চরিত্রকে। কিন্তু দেখার পর ওঠা যাবে না এটা এমন একটা এপিসোড। শেষে অবসান হয় Night king এর। দর্শক হিসেবে যখন সব আশা ছেড়ে বসে ছিলাম তখন arya ই night king এর বুকে ছুরি মারল। টুকরো টুকরো কোনায় ভেঙে গেলো তাদের দেহ, অবসান হল সভ্যতার মহাযুদ্ধের। ভাঙ্গা কেল্লা দাঁড়িয়ে রইলো, চলে গেল Melisandre একটা রহস্য নিয়ে। কিন্তু জয় এসেছে সকালের সাথে সাথে। অন্ধকার সরে গেছে।
“When the snows fall
and the white winds blow,
the lone wolf dies,
but the pack survives,”