বিপদে পড়লে এক বোতামের চাপে পাশে কলকাতা পুলিশ, সৌজন্যে ‘বন্ধু’ অ্যাপ

বিপদে পড়েছেন? একটা বোতামের চাপ দিলেই পাশে পেয়ে যাবেন কলকাতা পুলিশকে| নিঃসঙ্গ বয়স্ক নাগরিকের জন্য এম্বুলেন্স পরিষেবা থেকে শুরু করে পথেঘাটে বিপদগ্রস্ত মহিলার সাহায্যের জন্য এখন একটাই অ্যাপ বন্ধু| আপৎকালীন পরিস্থিতির পাশাপাশি এতদিন শুধু জরুরি প্রয়োজনেই এটি ব্যবহার করা যেত। এখন থেকে দৈনন্দিন প্রয়োজনেও কলকাতা পুলিসের ‘বন্ধু’ অ্যাপটিকে ব্যবহার করতে পারবেন শহরবাসী। এছাড়াও অ্যাপের মাধ্যমেও এখন ময়নাতদন্তের রিপোর্ট, গাড়ির জরিমানা সংক্রান্ত তথ্য, মোবাইল চুরির অভিযোগের খবরাখবর পেতে পারবেন শহরবাসী| গতকাল পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে পুলিস কমিশনার অনুজ শর্মা এই ‘বন্ধু’ অ্যাপের নতুনরূপের আনুষ্ঠানিক সূচনা করেন। উল্লেখ্য, ২০১৭ সালেই এই অ্যাপ চালু করেছিল কলকাতা পুলিশ |সরাসরি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে কলকাতা পুলিসের এই ‘বন্ধু’ অ্যাপটি। ডাউনলোড করার পর নম্বর সহ অন্যান্য তথ্য জানালেই সক্রিয় হয়ে উঠবে এটি |

শহরের নিঃসঙ্গ বৃদ্ধ-বৃদ্ধাদের কথা মাথায় রেখে আরো একটি বৈশিষ্ট্য যুক্ত হয়েছে অ্যাপটিতে| প্রবীণ নাগরিকরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এই প্যানিক বোতামে টিপলেই লালবাজার কন্ট্রোল রুমের ফোন বেজে উঠবে। এছাড়াও, মহিলা নিরাপত্তা আরো জোরদার করতে অ্যাপটির নতুন সংস্করণে একটি প্যানিক বোতাম রাখা হয়েছে|  মহিলারা কোথাও বিপদের সম্মুখীন হলে এই লাল বোতামটি টিপে দিলে সঙ্গে সঙ্গে সরাসরি লালবাজার এ ১০০ নম্বরে ডায়াল হয়ে যাবে|

  নিরাপত্তা ও সুরক্ষা ছাড়াও দৈনন্দিন কাজও সহজ করে দিতে পারে ‘বন্ধু’| এর মাধ্যমে ময়নাতদন্তের রিপোর্ট অনলাইনে হাতে চলে আসবে। ব্যক্তি মালিকানাধীন গাড়ির বিরুদ্ধে ট্রাফিক পুলিসে কটি মামলা রয়েছে, তা এবার থেকে বন্ধু অ্যাপেই জানা সম্ভব|  মোবাইল হারিয়ে স্থানীয় থানায় জেনারেল ডায়েরি করার পর সেই অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা এবার এই অ্যাপের মাধ্যমে জানা যাবে। এছাড়াও নাগরিকরা এই অ্যাপের মাধ্যমে নিজেদের পরিচারিকা, ড্রাইভার সম্পর্কিত তথ্য কলকাতা পুলিসকে জানাতে পারবেন|

এটা শেয়ার করতে পারো

...

Loading...