২৭ বছরের যাত্রা

আজকের দিনেই ঠিক ২৭ বছর আগে তাঁর যাত্রা শুরু হয়েছিল বলিউডে। কেউ কি তখন বুঝতে পেরেছিল, এই রোগা ছিপছিপে চেহারার তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন ছেলেটিই একদিন বলিউডে রাজ করবে?

    দিওয়ানা মুক্তি পেয়েছিল ১৯৯২ সালের আজকের দিনেই। বলিউডের বাদশাহ শাহরুখ খানের তাই রাজত্ব শুরু আজকের দিন থেকেই। প্রায় তিন দশক ধরে হিন্দি সিনেমা তাঁর কথাতেই কথা বলেছে। পরপর ব্লকব্লাস্টারে মেতে থেকেছে আম জনতা থেকে বলিউডের বিশিষ্টজনেরা। আজকের এই বিশেষ দিনে সারা দুনিয়া অভিন্দনের জোয়ারে ভাসিয়ে দিয়েছে তাঁকে।

   প্রথম ছবি দিওয়ানাতে শাহরুখের বিপরীতে ছিলেন দিব্যা ভারতী। আর ছিলেন ঋষি কাপুর। এই ছবির জন্য সেরা ডেবিউ অভিনেতা হিসেবে তিনি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন। যদিও শাহরুখ আগে 'দিল আশনা হ্যায়' ছবিতে সই করেছিলেন, কিন্তু 'দিওয়ানা' আগে মুক্তি পায়। আজকে টুইটারে #27GoldenYearsOfSRK দিনের এক নম্বর ট্রেন্ডিং হ্যাশট্যাগ।

  বাদশাহ খান মোট ১৪টি ফিল্মফেয়ার পুরস্কার পান যার মধ্যে ৮টাই সর্বশ্রেষ্ঠ অভিনেতা হিসেবে। ২০০৫ সালে সিনেমায় তাঁর অবদানের জন্য ভারত সরকার তাঁকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করে।প্রসঙ্গত উল্লেখ্য, শাহরুখ ‘ফৌজি’ টেলি সিরিয়ালের মধ্যে দিয়ে তাঁর কেরিয়ার শুরু করেন, যা যথেষ্ট জনপ্রিয় শো ছিল সেই সময়। পরবর্তীতে তাঁকে আর ফিরে তাকাতে হয়নি| 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...