জাদুঘরের রূপকথা - পর্ব ৭

ধামসা মাদল। লোকগানের সুর। গিটার বা উকুলেলে। বাদ্যযন্ত্রের তার থেকে বেরিয়ে আসছে সুরের মূর্ছনা।

কোথাও আবার সেতারের সুরে অবগাহনের টান। এ যেন সুরের আকাশ। সেখানে পাখির মতো ভেসে চলে সুরেরা।

এই যেমন গ্রীষ্মের রৌদ্রোজ্জ্বল উত্তপ্ত দিনে ঠিক কেমন সুর ভেসে ওঠে মনে? নিশ্চয়ই বর্ষার ঝিরিঝিরি বৃষ্টির দিনের থেকে আলাদা।

এইসব সুর একসঙ্গে জড়ো হয়েছে। কোথায়? সুরেলা জাদুঘরে। সল্টলেকের বাদ্যযন্ত্র মিউজিয়াম।

'বাদ্য-বিথীকা'। পশ্চিমবঙ্গের একমাত্র বাদ্যযন্ত্রের জাদুঘর।

ঠিকানা পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্র, আই.বি.২০১, সেক্টর ৩, সল্টলেক, কলকাতা-১০৬।

সপ্তাহে সোম থেকে শুক্র এই পাঁচ দিন সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে এই জাদুঘর।

শনিবার ও রবিবার ছাড়া জাতীয় ছুটির দিনগুলোতেও বন্ধ থাকে এই জাদুঘর।

নেই কোনো প্রবেশ মূল্য। তবে অনুমতি নেই ছবি তোলার।

InstrumentMuseum1

দুটো বিশাল ঘর জুড়ে এই জাদুঘর। নির্দিষ্ট সংখ্যক কিছু মানুষ একেবারে প্রবেশ করতে পারে। তাই এক ঘন্টার মধ্যেই দেখে ফেলতে হয় সুরের সব অনুভূতিদের।

২০১৬ সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী উদ্বোধন করেছিলেন এই জাদুঘরের।

সুরের আকাশের সকল বাদ্যযন্ত্রদের নিয়ে একটা জাদুঘর গড়ে তোলার পরিকল্পনা ছিল দীর্ঘদিন ধরে। ২০১৬ সালে তা বাস্তবায়িত হয়।

প্রায় ৪৫০টিরও বেশি বাদ্যযন্ত্র রয়েছে এই জাদুঘরে। তবে বেশ কিছু বাদ্যযন্ত্র সংস্কারের কাজ চলছে। তাই তা দেখার অনুমতি নেই সাধারণ ভ্রমণকারীদের।

২৬৫টি বাদ্যযন্ত্র দেখা যেতে পারে এই জাদুঘরের দুটো ঘর জুড়ে।

সমস্ত বাদ্যযন্ত্রকে চার ভাগে ভাগ করা হয়েছে, 'পার্কাসন', তারযুক্ত বাদ্যযন্ত্র যেমন গিটার, সেতার, উইন্ড ইন্সট্রুমেন্ট অর্থাৎ হাওয়ার মাধ্যমে সুর আসে যে যন্ত্রে, যেমন বাঁশি এবং ফাঁপা নয় এমন বাদ্যযন্ত্র যার পোশাকি নাম 'ঘনবাদ্য'।

উত্তরপ্রদেশ, আসাম, অন্ধ্রপ্রদেশ ছাড়াও অন্যান্য রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র রয়েছে এই জাদুঘরে।

InstrumentMuseum2

এটি পশ্চিমবঙ্গ তথা কলকাতার একমাত্র এমন বাদ্যযন্ত্র জাদুঘর।

এই বাদ্য-বীথিকায় প্রয়োজনে অনুমতি মিলতে পারে গবেষণার।

এটি পশ্চিমবঙ্গ সরকারের ভ্রমণ-দপ্তরের অন্তর্গত একটি জাদুঘর।

তাই যে কোনো গবেষণামূলক কাজের জন্য প্রশাসনিক অনুমতির প্রয়োজন হয়।

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেই এই জাদুঘর রক্ষণাবেক্ষণ করা হয়।

সুর-প্রেমীদের কাছে এই জাদুঘর মন্দিরের মত।

কল্পনার ডানায় ভর করে সুরের আকাশে ভেসে বেড়ানোর জন্য আদর্শ স্থান পশ্চিমবঙ্গের একমাত্র বাদ্যযন্ত্র-জাদুঘর বাদ্য-বিথীকা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...