এবারের বিশ্বকাপ ময়দান

বিশ্বকাপ শুরুর ঘন্টা বাজতে আর ১০০ ঘন্টাও বাকি নেই। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ড ও ওয়েলস এ। সব মিলিয়ে মোট ১১ টা মাঠে বিশ্বকাপ এর খেলা অনুষ্ঠিত হবে।ভারত ইংল্যান্ড অস্ট্রেলিয়া সহ মোট ১০টি টিম অংশগ্রহণ করছে এবারের বিশ্বকাপে। এবারের বিশ্বকাপে নতুন চমক হিসাবে রয়েছে গ্রুপ, অর্থাৎ এবারের বিশ্বকাপে রয়েছে একটি মাত্র গ্রুপ। প্রত্যেকটা দল খেলবে একে অপরের এর সাথে। প্রতিটা দল ৯টা করে ম্যাচ খেলবে গ্রুপ লীগ এ।গ্রুপ লীগ  থেকেই গ্রুপের সেরা ৪টি দল সরাসরি পৌঁছে যাবে সেমি ফাইনালে। সেমি ফাইনাল থেকে যথা রীতি ২টি দল প্রবেশ করবে ফাইনাল খেলার জন্য লন্ডনে। আসুন দেখে নেওয়া যাক গ্রাউন্ড গুলি এক নজরে।

১. ট্রেন্ট ব্রিজ নটিংহ্যাম

২. ওভাল, লন্ডন

৩. কার্ডিফ ওয়েলস স্টেডিয়াম, কার্ডিফ

৪. ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড,  ব্রিস্টল

৫. হ্যাম্পশায়ার বোল, সাউথাম্পটন

৬. কাউন্টি গ্রাউন্ড টাউনটন

৭. ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার

৮. হেডলিংলি, লীডস

৯. লর্ডস লন্ডন

১০.রিভার সাইড ডারহাম, চেস্টার লি স্ট্রিট

১১. এজবাস্টন,  বার্মিংহাম

 

বিশ্বকাপ ২০১৯ এর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত ম্যানচেস্টার এবং বার্মিংহামে। লর্ডস এ হবে বিশ্বকাপ ২০১৯ এর ফাইনাল ম্যাচটি।  

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...