কলকাতায় এই মুহূর্তে পেঁয়াজের দাম সাধারণ মানুষের চোখে জল আনলেও দিল্লিতে পেঁয়াজের দাম শুনলে মনটা কিন্তু একবার হলেও আনন্দে নেচে উঠবে| দিল্লিতে পেঁয়াজের দাম যে মাত্র ২৩ টাকা প্রতি কেজি| সম্প্রতি জানা গেছে, কলকাতায় মন্দার বাজারে পেঁয়াজের দাম আকাশছোঁয়া হলেও রাজধানীতে দাম বেশ নাগালের মধ্যে|
দিল্লিতে শুরু থেকেই পেঁয়াজের দাম কিন্তু নাগালের মধ্যে ছিল না| ঠিক যেই মুহূর্তে পেঁয়াজের দাম আপেলের দামের থেকে বেশি হয়ে যায়, সেই মুহূর্তেই আম আদমী পার্টির তরফ থেকে থেকে একটি পদক্ষেপ নেওয়া হয়| দিল্লির প্রধানমন্ত্রী অরবিন্দ কেজরিয়ালের বক্তব্য অনুযায়ী, সাধারণ মানুষ যাতে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে তার জন্যই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত| তিনি জানিয়েছেন, রাজধানীর রাজপথে প্রায় ৭০টি মোবাইল ভ্যান এবং ৪০০ টি র্যাশন দোকানে এই মুক্যে পেঁয়াজ পাওয়া যাবে| দিল্লি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮ই ডিসেম্বর থেকে কার্যকরী হবে এই নতুন মূল্য| কাল থেকে দিল্লিতে পেঁয়াজের দাম হবে ২৩.৯ টাকা প্রতি কেজি| এরাগে দিল্লিতে পেঁয়াজের দাম পৌঁছে গেছিল ৬০ থেকে ৭০ টাকা প্রতি কেজিতে|তার পরেও দাম বারে পেঁয়াজের| সবশেষে পেঁয়াজের দাম উঠেছিল ৭০ থেকে ৮০ টাকা প্রতি কেজিতে|