রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বিষয়ে পড়তে চান? জেনে নিন কোর্সের সুযোগ

প্রতিদিনের জীবনে বাড়ছে এসি আর রেফ্রিজারেটরের ব্যবহার। এই সংক্রান্ত বিষয়ে কাজের জন্য দক্ষ টেকনিশিয়ান পেতে বেশ সমস্যায় পড়তে হয়। প্রয়োজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে খুলে যাচ্ছে নতুন কাজের বাজার। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং কোর্স করার বিষয়ে আগ্রহী বহু পড়ুয়া। জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট দিচ্ছে এই বিষয়ে কোর্সের সুযোগ।

জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট- এর রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং কোর্স বিষয়ে বিস্তারিত জানালেন এই প্রতিষ্ঠানের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বিভাগের কো-অর্ডিনেটর মলয়কুমার দেবনাথ।
তিনি জানিয়েছেন, গোটা বিশ্বে জলবায়ু এবং পরিবেশের দ্রুত পরিবর্তন ঘটছে। বাড়ছে উষ্ণায়ণ সমস্যাও। ঘরে-বাইরে তাই বৃদ্ধি পাচ্ছে এসির ব্যবহার। যা হয়ে উঠছে জীবনের অঙ্গ। গত দশ বছরে এসির ব্যবহার আর চাহিদা দুই বেড়েছে পাল্লা দিয়ে। একই কথা প্রযোজ্য রেফ্রিজারেটরের ক্ষেত্রেও। গ্লোবাল ওয়ার্মিং-এর জন্য রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এঞ্জিনিয়ারিং বা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনিশিয়ান কোর্সের দ্বারা বাজারে যে টেকনিশিয়ান ঘাটতি রয়েছে তা মেটানো সম্ভব। এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অ্যাডভআন্স টেকনোলজির ট্রেনিং দেওয়া হয়।

ইনভার্টার এসির পাশাপাশি বর্তমানে এসেছে ইনভার্টার রেফ্রিজারেটরও। মলয়বাবু জানিয়েছেন, ইলেকট্রিক্যাল কমোডিটিতে ইনভার্টার টেকনোলজি চলে এসেছে। জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট-এ পড়ুয়াদের তাই ইনভার্টার টেকনোলজি সম্পর্কেও থিয়োরি এবং প্র্যাকটিক্যাল দুই ধারণা দেওয়া হয়। যাতে হাতে কলমে শিখতে পারে তারা। জোর দেওয়া হয় প্র্যাকটিক্যাল ক্লাসের উপর।

কোর্স শেষে আছে প্লেসমেন্টের সুযোগ। প্রশিক্ষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই প্লেসমেন্ট সেল থেকে পড়ুয়াদের বিভিন্ন সংস্থায় কর্ম সংস্থানের ব্যবস্থা করা হয়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...