১০৪ বছর ধরে ছাত্রছাত্রীদের স্বপ্নপূরণ করে চলেছে জর্জ টেলিগ্রাফ। শিক্ষার্থীদের স্বপ্নপূরণে আর এক ধাপ এগিয়ে নিয়ে যেতে জর্জ টেলিগ্রাফ আয়োজন করেছিল প্লেসমেন্ট ফেয়ারের। প্লেসমেন্ট ফেয়ার নিয়ে কথা বললেন জর্জ টেলিগ্রাফের ট্রাস্টি - ডিরেক্টর অনিন্দ্য দত্ত ( Aninda Dutta , Trustee - Director) , প্রিন্সিপাল , ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং প্লেসমেন্ট এক্সিকিউটিভরা।
সংস্থার ট্রাস্টি ডিরেক্টর অনিন্দ্য দত্ত জানিয়েছেন, প্লেসমেন্ট ফেয়ারের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের কর্ম সংস্থানের সুযোগ করে দেওয়া। ২০২৪ সালে দ্বিতীয় বারের জন্য প্লেসমেন্ট ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। প্রথম প্লেসমেন্ট ফেয়ারটি হয় মার্চে। এছাড়াও সারা বছর ধরেই প্লেসমেন্টের নানা সুযোগ পায় পড়ুয়ারা। জর্জ টেলিগ্রাফের সমস্ত সেন্টার মিলিয়ে বছরে ৫০টির বেশি প্লেসমেন্ট ফেয়ার অনুষ্ঠিত হয়। ছাত্র ছাত্রীরা অনেক ক্ষেত্রে জব ট্রেনিং-এর সময়ও চাকরি পায়। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছিল স্কিল ফেয়ার। সেখানেও পড়ুয়ারা নামী সংস্থায় কর্ম সংস্থানের সুযোগ পেয়েছে। টাটা মোটরস, রিলায়েন্স, হন্ডা-সহ জাতীয় আন্তর্জাতিক বহু সংস্থা ছাত্র ছাত্রীদের কাজের সুযোগ দিতে এই প্লেসমেন্ট ফেয়ারে আসে।
বৃত্তিমূলক প্রশিক্ষণের মুখ্য উদ্দেশ্য কর্ম সংস্থান। জর্জ টেলিগ্রাফ বছরের পর বছর ধরে বাংলার ছাত্র ছাত্রীদের কেরিয়ার গড়ার ক্ষেত্রে দিশা দেখাচ্ছে। সময়ের চাহিদা অনুযায়ী বাস্তবমুখী পাঠ্যক্রমের কারণে শিক্ষার্থীরাও কাজের দুনিয়ার প্রতিযোগিতায় তাল মেলাতে পারে। যা কর্ম সংস্থানের ক্ষেত্রে তাদের বাড়তি সুবিধা দেয়।