বাড়ির জঞ্জাল আলাদা রাখতে হবে

পৌরসভা মন্দিরের ফুলকে পুনর্ব্যবহার করার জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে এর আগেই। সহজে পচনশীল নয় এমন বর্জ্য পদার্থ কে এবার থেকে আলাদা করে রাখতে হবে গৃহস্থকে। পৌরসভার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তুলে আনবে সেই প্যাকেট। কলকাতা শহর কে গ্রীন এন্ড ক্লিন সিটি করার জন্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যে মেয়র ফিরাদ হাকিম এই বিশেষ প্রকল্পের জন্য সম্মতি দিয়েছেন। প্রাথমিক পযায়ে ১৪টি ওয়ার্ড দিয়ে এই বিশেষ কাজ শুরু হবে। এই সমস্ত কাজের দায়িত্বে থাকবেন পূরকর্মীরা। তবে আশা করা হচ্ছে পরের দিকে সব ওয়ার্ড গুলি এই পরিষেবার আওতায় আসবে। সূত্রের খবরকলকাতা পুরসভায় দৈনিক মোট সাড়ে ৪ হাজার মেট্রিক টন জঞ্জাল জমা করা হয়। আর এর মধ্যে সহজে পচনশীল জলযুক্ত বর্জ্যের পরিমান হল প্রায় ৫০.৫৬ শতাংশ। তার মধ্যে আবার পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যের পরিমান শতকরা ১১.৪৮ শতাংশ। তবে সহজে কিছু কিছু জিনিস আছে যা পচনশীল হয়না। যেমন ধরুন, লোহা, চামড়া, রবার ইত্যাদি। এই ধরনের বর্জ্যের পরিমান ৩৭.৯৬ শতাংশ। এই বিষয়ে এক জন ইঞ্জিনিয়ার জানিয়েছেন, বাড়িতে থাকা গৃহস্থ আবর্জনা এক জায়গায় ভরে রাখা কমপ্যাক্টর মেশিনে তা পেষাই হতেও সমস্যা হয়। আবার ঠিক একই ধরনের বর্জ্য ধাপায় পড়ে বিপদের সম্ভবনা অনেক খানি বাড়িয়ে তোলে। সে সব ভেবেই বাদী থেকে তা আলাদা করার প্ৰক্রিয়া ব্যপক ভাবে করতে চায় পুরসভা। উক্ত বিষয়ে এক পুর আধিকারিক জানান, প্ৰথম ক্ষেত্রে একটি করে ওয়ার্ড কে বাছাই করা হবে, তার পরে সেই ওয়ার্ডের প্রতিটি বাড়িতে সহজে পচনশীল নয় এমন বর্জ্য পর্দাথের জন্য একটি করে ব্যাগ দেওয়া হবে। এরপরে এই কাজের জন্য নিযুক্ত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তা সংগ্রহ করবে। পুর প্রশাসন জানায় চলতি মাসের মধ্যে এই ব্যবস্থা চালু করে দেওয়া হবে। তবে তার আগে প্রশাসন থেকে বিজ্ঞাপন দিয়ে উক্ত বিষয়টি সম্পর্কে অবগত করা হবে এলাকাবাসীদের।

এটা শেয়ার করতে পারো

...

Loading...