নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে প্রথম দফার ভোটে আরো ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। আলিপুরদুয়ার ও কোচবিহার লোকসভা কেন্দ্রের জন্য জঙ্গলমহল থেকে ২৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে গেছে। রুট মার্চের জন্য আসা ১০ কোম্পানিও প্রথম দফার ভোটের জন্য সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই বাহিনী দিয়ে ৩৮৪৪ টি বুথে প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা সম্ভব নয়। সে কথা কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে। তাই ঝাড়খন্ড থেকে আরও কেন্দ্রীয় বাহিনী চলে আসছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।
ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে বাহিনী মোতায়েন করবার জন্য একটি ফরম্যাট করে দেওয়া হয়েছে। সেই ফরম্যাট এডিজি আইনশৃঙ্খলা সিদ্ধিনাথ গুপ্তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে জেলার পুলিশ সুপারদের কাছে ওই ফরম্যাট পাঠানো হচ্ছে। তাছাড়াও সব জেলাশাসকদেরও তা পাঠানো হচ্ছে। সেই ফরম্যাট অনুযায়ী সেক্টর, আরটি, এইচআরএফএস, নাক, জোনাল ম্যাজিস্ট্রেট, স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম, ফ্লাইং স্কোয়াড, পিএস ডিউটি, পিএস স্ট্রাইকিং ফোর্স, সাব ডিভিশনাল কন্ট্রোল রুম, ডিস্ট্রিক্ট স্ট্রাইকিং ফোর্স, প্রার্থীর নিরাপত্তা, ভিআইপির এস্কর্ট, ডিসিআরসিতে রাজ্য সশস্ত্র পুলিশ থাকবে। একমাত্র ক্যুইক রেস্পন্স টিম (কিউআরটি) এবং স্ট্রং রুম পাহারা দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। কিউআরটিতে একজন ইন্সপেক্টর এবং আটজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। যাঁরা কোনও ঘটনা ঘটলে দ্রুত ঘটনাস্থলে যাবেন। স্ট্রং রুমে থাকবেন একজন ইন্সপেক্টর, তিনজন সাব ইন্সপেক্টর, ২৪ জন সশস্ত্র পুলিশ এবং ২৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।
প্রসঙ্গত উল্লেখ্য, যে ফরম্যাটটি তৈরী করানো হয়েছে, সেটি অনুযায়ী একটি স্পর্শকাতর বুথে একজন লাঠিধারী কনস্টেবল, চারজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। স্পর্শকাতর নয়, এমন দুটি বুথ সহ ভোটগ্রহণ কেন্দ্রে চারজন রাজ্য সশস্ত্র পুলিশ থাকবে। যেখানে তিনটি স্পর্শকাতর বুথ রয়েছে, এমন ভোটগ্রহণ কেন্দ্রে তিনজন লাঠিধারী এবং আটজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। তিনটি স্পর্শকাতর বুথ নয়, এমন ভোটগ্রহণ কেন্দ্রে ছ'জন রাজ্য সশস্ত্র পুলিশ থাকবে। স্পর্শকাতর চারটি বুথ রয়েছে এমন ভোটকেন্দ্রে চারজন লাঠিধারী কনস্টেবল এবং আটজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। স্পর্শকাতর নয় এমন চারটি বুথসহ ভোটগ্রহণ কেন্দ্রে আটজন রাজ্য সশস্ত্র পুলিশ থাকবে। স্পর্শকাতর পাঁচটি বুথ সম্বলিত ভোটগ্রহন কেন্দ্রে পাঁচজন লাঠিধারী কনস্টেবল এবং ১২ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। স্পর্শকাতর নয়, এমন পাঁচটি বুথ সম্বলিত কেন্দ্রে দশজন রাজ্য সশস্ত্র পুলিশ থাকবে। স্পর্শকাতর ছ'টি বুথ সম্বলিত ভোটগ্রহণ কেন্দ্রে ছ'জন লাঠিধারী কনস্টেবল এবং বারো জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। স্পর্শকাতর নয়, এমন ছ'টি বুথের ভোটগ্রহণ কেন্দ্রে ১২ জন রাজ্য সশস্ত্র পুলিশ থাকবে। সাতটি স্পর্শকাতর বুথের ভোটগ্রহণ কেন্দ্রে সাতজন লাঠিধারী কনস্টেবল এবং ১৬ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। স্পর্শকাতর নয়, এমন সাতটি বুথের ভোটগ্রহণ কেন্দ্রে চোদ্দ জন রাজ্য সশস্ত্র পুলিশের জওয়ান থাকবেন।