বাংলা রঙ্গমঞ্চের পথ চলা

বহু ভাঙা গড়ার মধ্য দিয়ে বাংলা থিয়েটার গড়ে উঠেছে। বহু শিল্পী সৃষ্টির নতুন দিশা নিয়ে পদার্পন করেছেন বাংলা নাট্য জগৎ এ। কিন্তু আমাদের বাংলা থিয়েটারের পথ চলাটা কী ভাবে শুরু হল, সে সম্পর্কে আমরা অনেকেই জানিনা। মধ্য যুগ পেরিয়ে আধুনিক যুগের শুরুতেও লোকনাট্যের মধ্যে ভারতীয় নাট্যকলার শিকড় ছিল। সেই সময়ের লোকযাত্রা, কবিগান, রামযাত্রা, আখড়া প্রভৃতির মধ্যেও নাট্য উপাদান লক্ষ্য করা যেত।

  কিন্তু আধুনিক যুগেও আমাদের নাটক ও মঞ্চের আবির্ভাব হল না, ঔপনিবেশিক শাসন ব্যবস্থার কারনে। আমাদের বাংলার থিয়েটারের  উদ্ভব হল ইউরোপীয় ভাবনা কে অনুসরণ করে২৭ শে নভেম্বর বাংলা থিয়েটারের একটি উল্লেখযোগ্য দিন। আজ থেকে প্রায় দুশো বাইশ বছর আগে ১৭৯৫ সালের ২৭ শে নভেম্বর এই দিনটিতে বাংলা থিয়েটারের প্রথম নাট্যভিনয় হয়। ১৭৯৫ কলকাতা বয়স তখন একশো বছর। নগর কলকাতার রাস্তাঘাট তখন জঙ্গল ,ধানখেতে ভরা। বড়ো রাস্তা তখন চোখে পড়তো না। বিদ্যুৎ নেই ,যানবাহন বলতে পালকি, সংবাদ পত্র তো দূরের কথা ছাপার যন্ত্রই আসেনি মহানগরী কলকাতায় তখন। কিন্তু তখনও থিয়েটার ছিল, এখনও আছে ,আর ভবিষ্যতেও থাকবে।  কলকাতা প্রতিষ্ঠিত হওয়ার পঞ্চাশ ষাট বছরের মধ্যেই ইংরেজরা তাদের বিনোদনের জন্য তৈরী করেছিলেন চৌরঙ্গী থিয়েটার। কিন্তু বাংলা ভাষার থিয়েটারের কথা তখন ও কেউ ভেবে উঠতে পারেনি। আর ভাববেই বা কি করে তখন ও বাংলা গদ্যেরই জন্ম হয়নি। কিন্তু বাংলা ভাষায় থিয়েটার করার কথা ভেবেছিলেন একজন বিদেশী। তার নাম হল 'গেরেসিম স্তিফানোভিচ লেবেডফ'। তিনি প্রথম বাংলা ভাষার নাট্যাভিনয়ের সূচনা করেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...