ভরা ডিসেম্বরে মাঝগঙ্গায় আবির! তবে তিনি অন্য ভূমিকায়। আবির চট্টোপাধ্যায় এখন দীপক চট্টোপাধ্যায়। এই শীতে এটাই তাঁর বড় চমক। ফের গোয়েন্দা হয়ে ফিরছেন তিনি। এবার গোয়েন্দা ‘দীপক চট্টোপাধ্যায়’। অভিনব আয়োজনে মুক্তি পেল আবিরের নতুন ছবির গান।
দেবালয় চট্টোপাধ্যায় পরিচালিত হইচই স্টুডিয়োর প্রথম ছবি ‘শ্রী স্বপনকুমারের বাদামি হায়নার কবলে’-র গান রিলিজ হল মাঝগঙ্গায়৷ এই আয়োজনের নাম 'মিসাইল উৎসব'। এক সময়ে বাংলার গোয়েন্দাপ্রেমিদের কাছে রোমাঞ্চকর এক নাম ছিল স্বপনকুমার৷ তাঁর সৃষ্ট গোয়েন্দা দীপক চট্টোপাধ্যায়ের গল্পে বুঁদ ছিল আট থেকে আশির বাঙালি পাঠক। সেই বিখ্যাত চরিত্রে অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায়। ছবিতে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রুতি দাস ও প্রতীক দত্ত প্রমুখ।
আবীরকেও আগে ফেলুদা-ব্যোমকেশ চরিত্রে দেখেছেন দর্শক।কিন্তু এই ছবিতে আবিরের চরিত্র একটু আলাদা।
আবির বলছেন, 'দীর্ঘ পরিশ্রমের পরে এই ছবিটা দর্শকদের সামনে আসতে চলেছে। আমরা যে ম্যাজিকটা তৈরি করেছি, ১২ জানুয়ারি থেকে এতে দর্শকেরা মুগ্ধ হবেন আশা করি।'
এদিন মুক্তি পাওয়া গানটি লিখেছেন পরিচালক নিজেই। এই গানেরই নাম ‘মিসাইল উৎসব’। সঙ্গীত পরিচালনা করেছেন অমিত চট্টোপাধ্যায়৷ প্রথম বার বড় পর্দার জন্য গান গাইলেন শিল্পী ঋষি পাণ্ডা৷ ১২ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে।