পৃথিবীর প্রথম ছবি পাঠালো চন্দ্রায়ণ-২

চন্দ্রায়ণ-২ এর সফল উৎক্ষেপণের পর আরও একটি বড় সাফল্য। গত ৩আগস্ট চন্দ্রায়ন-২এল ১৪ ক্যামেরা থেকে পৃথিবীর একটি ছবি তুলে পাঠালো।৫০০০ কিমি ওপর থেকে ছবিটি তুলে পাঠানো হয়েছে। প্যাসিফিক সমুদ্রের একাংশ এবং আমেরিকান প্রদেশের একাংশ দেখা যাচ্ছে ওই ছবিতে|

 

জুলাই মাসে উৎক্ষেপিত হওয়া চন্দ্রায়ণ-২ একেবারে ঠিকভাবেই এগোচ্ছে বলে জানিয়ে আসছে ইসরো। তার শরীর স্বাস্থ্যও ভালো আছে। চাঁদের দক্ষিণ মেরুতে সফ্ট ল্যান্ডিং করবে চন্দ্রায়ণ-২, যা এই প্রথমবার ঘটতে চলেছে।

       প্রসঙ্গত উল্লেখ্য, গত ২২শে জুলাই অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা থেকে জিএসএলভি-এম কে ৩ তে চেপে চন্দ্রায়ন-২ চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেয়। একটা একটা করে কক্ষপথ পেরিয়ে চদ্রায়ণ-২ চাঁদে পৌঁছবে। যা পৃথিবী থেকে প্রায় ৪ লক্ষ কিমি পথ দূরে অবস্থিত। ইতিমধ্যেই আগস্ট-এর ২ তারিখে ৪টে  অরবিট পেরিয়ে গেছে চন্দ্রায়ণ-২। সামনের মাসের অর্থাৎ সেপ্টেম্বরের ৭ তারিখে বিক্রম সফ্ট ল্যান্ড করবে চাঁদের মাটিতে। গোটা ভারতবাসী তথা বিশ্ব তাকিয়ে রয়েছে সেই দিনটার দিকে।জানা গেছে, সেপ্টেম্বরের ৭ তারিখে চন্দ্রায়ন-২-এর চাঁদে অবতরণের দৃশ্য প্রধানমন্ত্রী দেখবেন ইসরো কর্তাদের সঙ্গে।  আমরাও অবশ্যই অপেক্ষা করব এবং সফল উৎক্ষেপণের সাফল্য কামনা করব চন্দ্রায়ন-২-এর।

এটা শেয়ার করতে পারো

...

Loading...