বিদেশের মাটিতে প্রথম আইআইটি ক্যাম্পাস খোলার ঘোষণা বিদেশমন্ত্রকের

প্রথমবার আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষ ক্যাম্পাস খুলতে চলেছে আফ্রিকায়। বৃহস্পতিবার তানজানিয়ার আধা স্বয়ংশাসিত অঞ্চল জাঞ্জিবারে এই ক্যাম্পাস খোলার কথা ঘোষণা করেছে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।

বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর চার দিনের তানজানিয়া সফরে বুধবার রাতে জাঞ্জিবারে পৌঁছান। সেখানেই এই বিষয়ে নিয়ে একটি সমঝোতা স্মারক পত্র–মউ স্বাক্ষর করেন জাঞ্জিবারের প্রেসিডেন্ট হুসেন আলি মিনউইর।

বিষয়টি নিয়ে বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছেন,“এই প্রথম ভারতের বাইরে জাঞ্জিবারে গড়ে উঠছে আইআইটি ক্যাম্পাসে। যা আসলে ভারত এবং তানজানিয়ার দীর্ঘ সুসম্পর্কের ফসল।”

বিবৃতিতে ভারত এবং তানজানিয়ার মধ্যে দীর্ঘ এবং মজবুত সুসম্পর্কের কথাও বলা হয়। চলতি বছরের অক্টোবর মাস থেকেই নতুন ক্যাম্পাসে পাঠক্রম চালু হয়ে যাবে বলে জানা গিয়েছে।

জাতীয় শিক্ষা নীতি ২০২০ (এনইপি)—র অনুযায়ী এই ক্যাম্পাস তৈরির পরিকল্পনা করা হচ্ছে।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই খুশির খবর জানিয়ে টুইটও করেছেন। তিনি লেখেন, “আইআইটি মাদ্রাজ জাঞ্জিবার ক্যাম্পাস স্থাপনের চুক্তির সাক্ষী। এই ঐতিহাসিক পদক্ষেপ গ্লোবাল সাউথের প্রতি ভারতের দায়িত্ব এবং কর্তব্যের প্রতিফলন।”

এটা শেয়ার করতে পারো

...

Loading...