আবার ভিক্টোরিয়ায় শুরু হতে চলেছে লাইট এন্ড সাউন্ড শো

আবারও লাইট এন্ড সাউন্ড শো শুরু হতে চলেছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে| ১৯৯১ সালে চালু হয় কিন্তু কয়েক বচ্ছর চলার পর তা বন্ধ হয়ে যায়| তবে এবার লাইট এন্ড সাউন্ড শোটা হবে আগের তুলনায় অনেক আধুনিক ও পুরো অন্যধারার| সেখানে রবীন্দ্রনাথ থেকে রামমোহন হয়ে জব চার্নক সবাই তারা কলকাতার ৩০০ বছরের গল্প বলবে|

ভিক্টোরিয়ার মেমোরিয়ালের কিউরেটর জয়ন্ত চট্টোপাধ্যায় বলেন “অত্যাধুনিক ডিজিটাল লাইট এন্ড সাউন্ড শো হবে ৩ডি তে, কলকাতার ইতিহাসের উল্লেখযোগ্য ও কিংবদন্তি চরিত্র গুলো সেখানে জীবন্ত হয়ে উঠবে| আর এই শো পর্দাতে নয়, দেখানো হবে ভিক্টোরিয়ার দেওয়ালে|” গতবার বাংলায় ও ইংলিশে ভাষ্যপাঠ করে বলা হত কিন্তু এবার তা হবে না| কলকাতা নিয়ে কয়েকজন বিশেষজ্ঞ এর চিত্রনাট্য রচনা করছেন|

এই লাইট এন্ড সাউন্ড শো বাংলা ও ইংলিশ এর পাশাপাশি হিন্দীতে শো করা হবে| দর্শকদের বসার ব্যবস্থাও আগের থেকে বেশি হবে, টিকিটের দামও বেশি হেরফের হবে না| এখন ভিক্টোরিয়ার সংস্কার চলছে| আশা করা যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে শো চালু হয়ে যাবে|

এটা শেয়ার করতে পারো

...

Loading...