শুধু কবিই নন, তিনি সামাজিক শিল্পী
বয়স এর তির নব্বই তাক করা।শিরায় কবিতারা ছোটে।কলমের ডগা বিকয়নি আজও। সেখানে আগুন ঝরে ঝর্নার মত।
শুধু ছন্দই কবিতা নয়, কবিতার থাকে আরও অনেক উপাদান ।বক্তা শঙ্খ ঘোষ।
তিনি কবি, শিক্ষক, সমালোচক ও সমাজ সচেতক।জীবনের সাঁঝ বেলায় এসেও কড়া চোখে প্রতিবাদ জানান যে কোণও অরাজকতার বিরুদ্ধে। সংকটে নামেন পথে।
সাহিত্যের ক্ষেত্র ছাড়াও বিভিন্ন সামাজিক- রাজনৈতিক ঘটনায় নিয়মিত প্রতিক্রিয়া জানানো ও পথে নামার মধ্য দিয়ে তিনি আজও বাঙালির বিবেকের কবি।
তাঁর অস্তিত্বেই তিনি অমর। প্রায় ষাট বছর যাবৎ এক অন্য পথের পথিক।যে অন্য পথের কথা বলেছিলেন একজন মার্কিন কবি।
তিনি একজন বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞও। আসল নাম চিত্তপ্রিয় ঘোষ। যাদবপুর, দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের অধ্যাপনাও করেছেন।
বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থটির দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য আকাদেমি লাভ । অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থগুলি মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, এ আমির আবরণ, উর্বশীর হাসি, ওকাম্পোর রবীন্দ্রনাথ ইত্যাদি।
একবার শিমলায় ছিলেন। যে বাড়িতে থাকতেন সেখানে নাকি ভূতের বাস। সেই ঘরেই এক রাতে বসে লিখে ফেলেছিলেন পাঁচটা কবিতা। গান্ধর্ব কবিতাগুচ্ছ।
এভাবেই ঘটনা মোড়া কবির যাপন। অষ্টাশীতি পার করে তিনি আজও বহমান বাংলার মুখ। শুভেচ্ছার মিছিলে কলকাতার যীশু। কল্পনায় এখনও কত শব্দ কবিতা হয়ে বেরিয়ে আসতে চাইছে হয়ত।
কিছুদিন আগেই ফিরেছেন হাসপাতাল সফর থেকে। বার্ধক্যের উপহার।তবুও মৃত্যুর সঙ্গে হাড্ডাহাড্ডি খেলা চলছে।
এবারে এক গোল ডিফেন্ডে শেষ হাসিটা ছিল ওঁরই।আগামী দিনেও এভাবে খেলা চালিয়ে যান শিকড়ের সঙ্গে লেগে থাকা কবি।