গ্রীষ্মের ভরা দুপুরে রাস্তায় বেরোনো দায়। আর এই রোদের প্রখরতার জন্য যানবাহনের দেখা মেলাও বেশ দুষ্কর। তাই অফিসযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই ভরসা রাখছেন ভূগর্ভস্থ মেট্রোর উপরে। বেশিরভাগ মেট্রো স্টেশনেই নিচে নামার জন্য সিঁড়ির ব্যবস্থা থাকলেও উপরে ওঠার জন্য এস্কেলেটরের ব্যবস্থা থাকে। প্রতিটি স্টেশনের এস্কেলেটরগুলিই বেশ পুরোনো হয়ে গেছে এবং যথারীতি তাদের বদলের সময় এসে গেছে।
মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, ২৫ বছরের বেশি পুরোনো এস্কেলেটর বদলানোর কাজ এই বছরের মধ্যেই সম্পূর্ণ করার ইচ্ছে রয়েছে। মোট ১৩টি এস্কেলেটর এই মুহূর্তে বদলানোর পরিকল্পনা চলছে। তার মধ্যে রয়েছে দমদমের দুটি, বেলগাছিয়ার দুটি, সেন্ট্রালের একটি, এসপ্লানেডের একটি, রবীন্দ্র সদনের দুটি, চাঁদনী চক দুটি, নেতাজি ভবন দুটি, রবীন্দ্র সরোবরের একটি এস্কেলেটর বদলানোর পরিকল্পনা রয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ধরণের উন্নত প্রযুক্তিযুক্ত এই এস্কেলেটরগুলি বসাতে আগের থেকে কম জায়গা লাগবে। এস্কেলেটর বসানোর কাজ সম্পন্ন করতে মোটামুটি ১৫ দিন সময় লাগবে বলে জানিয়েছে তারা। এর জন্য পুরোনো পরিকাঠামো সম্পূর্ণভাবে ভেঙে আবার নতুন করে গড়ে তোলা হবে।
গত বছর থেকেই এই এস্কেলেটর বদলের কাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই দমদম স্টেশনের ৫টি এস্কেলেটরের মধ্যে ৪টির বদল করা সম্ভব হয়েছে। এস্কেলেটরে বারবার ঘটে যাওয়া নানা দুর্ঘটনা থেকেই এই সিদ্ধান্তে আসেন মেট্রো কর্তৃপক্ষ। জানা গেছে, এই মুহূর্তে কলকাতায় ২৪টি মেট্রো স্টেশনের মধ্যে ৮০টির মতো এস্কেলেটর রয়েছে। এর মধ্যে ৩৭ টি বাদে বাকি সব ২০০৯ এর পরে লাগানো হয়েছে। মেয়াদ ফুরিয়ে যাওয়া এই এস্কেলেটরগুলি বদলেরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রী সংখ্যা যেভাবে দিনের পর দিন বাড়ছে সেখানে দাঁড়িয়ে যাত্রী নিরাপত্তার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত, জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।