গালে টোল, চিকচিকে চোখ নরম সরম চকলেট সুন্দরী। পাহাড়ি ঝর্ণার স্রোতে তার উছল নাচে মজেছিল গোটা দেশ।
সে কন্যের পরিচয় জানার আগেই প্রেমে ফেলেছিল সে 'পার্কগার্ল' হয়ে। একটা গোটা প্রজন্মের যেন 'সিগনেচার টিউন' সে।
টিন এজার, টুইন এজার, বয়ঃসন্ধি থেকে প্রাপ্ত বয়স্ক এ কেউ চোখ সরাতে পারেনি এই মেয়ের দিক থেকে।
জারা কখনও শালিনী কখনও রোমিলা কখনও নয়না দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠল সে। হাসিখুশি প্রীতি। পুরো নাম প্রীতি জিন্টা।
টানা চোখ, তিলফুল নাক, ডানাকাটা স্বপ্নসুন্দরী নয়, যেন ক্লাসরুমে পাশের বেঞ্চে বসা মেয়েটা। যার দিকে স্বচ্ছন্দে এগিয়ে দেওয়া যায় কলেজের নোটস, কমন রুমের লাঞ্চবক্স, এ যেন সেই।
রিল লাইফের চকলেট গার্ল প্রীতির রিয়েল লাইফ কিন্তু মোটেই চকলেটের মতো মসৃন নয়। সেখানে লড়াইটা বেশ তীব্র।
বাবা দুর্গানন্দ জিন্টা ভারতীয় সেনাবাহিনীর চিকিৎসক ছিলেন। প্রীতির যখন তেরো তখন এক মারাত্মক গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
প্রীতির মা ছিলেন ওই গাড়িতেই। তিনিও গুরুতর জখম হয়ে দু'বছর বিছানায়। প্রীতি আর তার দুই দাদার লড়াইটা তখন থেকেই শুরু।
পড়াশোনায় ছোট থেকেই ভালো। কলেজে ইংরেজি সাহিত্যের ছাত্রী, পোস্ট গ্রাজুয়েট করলেন ক্রিমিনাল সাইকোলজি বিষয়ে।
কিন্তু তার মধ্যেই পেয়ে গেলেন প্রথম টিভি ব্রেক। পার্কের বিজ্ঞাপনে ছটফটে প্রীতি মন কেড়ে নিল সারা দেশের! রাতারাতি চর্চায়!
ফের ধামাকা লিরিল গার্ল হয়ে। সাবানের বিজ্ঞাপনে প্রীতির আবেদন এদেশে বিজ্ঞাপন দুনিয়ার ধারাতেও বদল এনেছিল।
ছবির জন্য প্রথম অডিশন দিয়েছিলেন শেখর কাপুরের কাছে। সব ঠিক থাকলে তাঁর ডেবিউ হত হৃতিক রোশনের সঙ্গে। 'তারারমপম' ছবি দিয়ে।
কিন্তু শেখর কাপুরের সেই প্রজেক্ট বাতিল হয়ে যায়। তবে প্রীতির ভাগ্য যেন মুচকি হেসেছিল। শাপে বর হয়েছিল 'প্রজেক্ট বাতিল'।
দক্ষিণী পরিচালক মনিরত্নম তখন তাঁর ছবির জন্য নতুন মুখ খুঁজছেন। শেখর প্রীতির নামটা পৌঁছে দেন মনি স্যারের কাছে। এই চান্স আর মিস হয়নি।
পঞ্জাব কন্যে বলিউডে ডেবিউ করলেন দক্ষিণী কন্যের সাজে। ছবির নাম 'দিল সে'।
পরের ছবি 'কেয়া কহেনা'। সেই সময় দুটি তেলেগু ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে।
ছবি, চরিত্র এবং সম্পর্ক সব কিছু নিয়েই ভাঙাগড়া চালিয়েছেন প্রীতি। কখনই টাইপকাস্ট হয়ে ধরা দেননি পর্দায়।
অভিনেত্রী না হলে মনোবিদ হতেন কি জানা যায়না। তবে তাঁর কথায় তিনি ছোট থেকেই চেয়েছিলেন 'বিজনেস উওম্যান' হতে। তাই আইপিএলে প্রবেশ।
'কিংস ইলেভেন পঞ্জাব'-এর মালকিন দল চালাতে গিয়েও বাধা বিপর্যয়ের মুখে পড়েছেন। তবে সাহস তাঁর অটুট।
বলিউডের চির সেরা চকলেট গার্লের আজ জন্মদিন। ১৯৭৩-র আজকের দিনে জন্মেছিলেন হিমাচলের সিমলায়।