এক অন্য পুজোর নজির

  চারিদিকে যখন ধর্ম নিয়ে হানাহানি, চলছে, তখন এমন একটি পুজো হচ্ছে আমাদের বাংলায় যে তার বৈশিষ্ট্য আপনাদের মুগধ করবে। পশ্চিম মেদিনীপুর জেলার এক বিশেষ পুজো এই বামুন বুড়ির পুজো। সাম্প্রতিক এক অনন্য নজির গড়েছে এই পুজো। এই পুজোতে শ্রী শ্রী সন্ন্যাসী মাতার পুজো করা হয়ে থাকে। এই পুজোর বিশেষ কারন এখানে জাতি, ধর্ম ও বর্ণের কোন ভেদাভেদ করা হয়না। পুজোর নৈবেদ্য সকলের জন্যে এক। তবে এই পুজোর বিশেষ কারন খুঁজতে গিয়ে জানা যায়, বন্যপ্রাণী থেকে শুরু করে বন্য সম্পদ ও বাড়ির গৃহপালিত পশুদের মঙ্গল কামনার উদ্দেশ্যে পুজোটি করা হয়ে থাকে। তাই মনস্কামনা পূরণ করতেই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সহ সকল ধর্মের মানুষ এই পুজোয় সামিল হন। পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানার অন্তর্গত চাঁদড়ার পারু আয়মার মাঠের প্রাঙ্গনে বসে পুজোর আসর। এই বিশেষ পুজোর নৈবেদ্যে থাকেনা কোন ফল, থাকে শুধু মাটির মালসাতে ভেজা চিঁড়ে ও বাতাসা। তবে এটি হল পুজোর প্রধান নৈবেদ্য। এই পুজো উপলক্ষ্যে বসে মেলা। হয় নানা সাংস্কৃতিক  অনুষ্ঠান। তাছাড়া ফুটবল ও ক্রিকেটের নানা প্রতিযোগীতা হয়ে থাকে। বাংলার মানুষের বারোমাসে তেরো পার্বণের মত, মেদিনীপুর বাসীর কাছে এটি একটি বিশেষ পার্বণ বলাই যেতে পারে। এই রকমই  নানা ছোট বড় উৎসবের মধ্যে দিয়ে মেতে ওঠে বাংলার সমগ্র মানুষ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...