সেলফিতে বিপদ

পার্টি হোক বা বিয়েবাড়ি, সাজগোজ করার পর এখন আর কেউ আয়নার সামনে খুব একটা দাঁড়ায় না। দাঁড়ানোর প্রয়োজনিয়তাই পড়েনা যে। কারণ হাতের মুঠোয় থাকা মোবাইল আর তাতে থাকা ফ্রন্ট ক্যামেরাই সেই কাজটি যথেষ্ট নিপুণতার সাথে করতে পারে। এছাড়াও আগেকার দিনে ফটো তুলতে হলে যেতে হতো দোকানে। কিন্তু এখন তো তাও প্রয়োজন হয় না। সময় যত বদলাচ্ছে, আসছে নতুন নতুন ফিচার। ফ্রন্টেই থাকছে একটি নয় একসাথে দুটি ক্যামেরা। আর এই ক্যামেরার মায়াতেই প্রাণ হারাচ্ছে বহু মানুষ। কি করে?

দিনের পর দিন সেলফির নেশা যেভাবে বাড়ছে তাতে মৃত্যুর দিকে হেলে পড়ছে সাধারণ মানুষ। না, এটা আমরা বলছিনা এটা পরিসংখ্যান বলছে।

জানা গেছে, ২০১১ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের নভেম্বর মাস পর্যন্ত সারা পৃথিবীতে সেলফি তুলতে গিয়ে মারা গেছেন মোট ২৫৯ জন। প্রাথমিকভাবে এই ঘন ঘন সেলফি তোলার প্রবৃত্তি মহিলাদের মধ্যে দেখা গেলেও বর্তমানে দেখা যাচ্ছে পিছু হটছেন না পুরুষরাও। কিন্তু তাই বলে কি সেলফি তোলা বন্ধ করে দিতে হবে? তা তো হয় না। তাহলে চলুন সেলফি তোলার সময় কি কি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে..........

 

১) কখনো কোনো বিপদসংকুল এলাকায় গিয়ে সেলফি কেন কোনও ছবি তোলারই প্রয়োজন নেই। যেমন পাহাড়ি এলাকা, ঝর্ণার আশপাশ, ট্রাফিক রুট, রেললাইন এইসব জায়গা যত দ্রুত সম্ভব পার করার চেষ্টা করুন। ছবি তোলার হলে নিরাপদ দূরত্বে সরে আসুন।

২) ড্রাইভিং করার সময় কখনোই নিজে সেলফি তুলতে যাবেন না বা সঙ্গী কখনো সেলফি তুলতে ডাকলেও তার সঙ্গ দেবেন না। এতে অ্যাটেনশন ব্রেক হয়ে অ্যাকসিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে যায়।

৩) জঙ্গলে কখনো বেড়াতে গেলে সেখানে ফটো না তোলাই ভালো। এক তো এতে বন্যপ্রাণীদের অসুবিধা হয় তার উপর নিজে সেলফি তুলতে ব্যস্ত থাকলে পারিপার্শিক পরিস্থিতির খেয়াল রাখবেন কি করে? জঙ্গলে যেকোনো সময়ে আপনি বন্যপ্রাণীর মুখোমুখি হয়ে যেতে পারেন। সেইসময় ফটো তোলা কমিয়ে নিরাপত্তার কথা চিন্তা করা ভালো।

৪) চিড়িয়াখানায় গিয়ে পশুপাখিদের খাঁচার সামনে দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টা করবেন না। বড়দের দেখেই বাচ্চারা শেখে। তাই বড়দের এইসব কান্ডকারখানা দেখে কোনো শিশু যদি কোনো প্রাণীর সামনে সেলফি তুলতে উদ্যত হয় তাহলে বড়সড় বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা থাকবে।

এছাড়াও আরও নানা সেফটি টিপস রয়েছে। কিন্তু আপাতত এইসব সেফটি টিপস জেনে কাজ নেই যতক্ষণ না আপনি নিজের মনকে নিজের কন্ট্রোলে আনতে পারছেন। তাই সেলফি নিশ্চয়ই তুলুন কিন্তু বিপদসীমা অতিক্রম করে কখনোই নয়।

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...