পর্যটক হিসেবে বাঙালিদের খ্যাতি দেশ জুড়ে। পুজো হোক চেনা ছুটির মরসুম, দেহের উত্তর থেকে দক্ষিণের ট্যুরিস্ট স্পটগুলোতে ভিড় জমে বাংলার পর্যটকদের। তল্পি-তল্পা নিয়ে বেরিয়ে পড়লেই হল। বাঙালি মানেই পাহাড় আর সমুদ্রে অবাধ বিচরণ। বরফ-শীত মেখে টইটই প্রথম পছন্দ। সেই লিস্টিতে এগিয়ে থাকত উত্তরের পাহাড়। এখন সেই তালিকায় ঢুকে পড়েছে দক্ষিণ। দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কেরল, কর্নাটক, অন্ধপ্রদেশ, তেলেঙ্গানা রাজ্যের কোথায় কোন চেনা বা অচেনা পর্যটন কেন্দ্র আছে সেই নিয়ে খোঁজ বেড়েছে সার্চ ইঞ্জিনে।
এই ধরনের কিছু বিখ্যাত ভ্রমণ কেন্দ্রের তথ্য রইল এই নিবন্ধে।
১. হ্যাম্পি, কর্ণাটক: দক্ষিণী ভারতের বড় রাজ্যগুলির মধ্যে একটি হচ্ছে কর্ণাটক। কর্ণাটকের বিজয়নগরে অবস্থিত হ্যাম্পি হচ্ছে একটি ঐতিহাসিক স্থান। তবে কর্ণাটকে অবস্থিত হলেও গোয়া থেকে এই অঞ্চলে আসা জন্য বেশ কিছু যানবাহনের ব্যবস্থা রয়েছে। এক সময় দেশের অন্যতম সেরা হিন্দু সাম্রাজ্য গড়ে উঠেছিল এই স্থানকে কেন্দ্র করেই। এই কারণে এখনও এই অঞ্চলে বহু প্রাচীন সৌধ দেখতে পাওয়া যায়। ১৪০০ খ্রীষ্টাব্দের সময় এই সব সৌধ গুলি তৈরী করা হয়েছিল। ইতিহাস প্রেমী পর্যটকদের খুবই পছন্দের ভ্রমণ কেন্দ্র এটি।
২. ভারকালা, কেরল: দেশের জনপ্রিয় সমুদ্র সৈকত গুলির মধ্যে রয়েছে কেরলের ভারকালা সমুদ্র সৈকতের নাম। আরব সাগরের তীরে অবস্থিত কেরলের এই সমুদ্র সৈকতে পর্যটকদের থাকার জন্য রয়েছে বেশ কিছু হোটেল ও গেস্ট হাউস। পাহাড় ঘেরা এই সমুদ্র সৈকতে প্রায় সব সময়েই পর্যটকদের ভিড় দেখতে পাওয়া যায়।
৩. মাদুরাই, তামিলনাড়ু: দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র গুলির মধ্যে একটি হচ্ছে মাদুরাই। তামিলনাড়ু রাজ্যে অবস্থিত এই প্রাচীন পর্যটন কেন্দ্রের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস। বিশেষ করে মাদুরাই-এর মিনাক্ষী মন্দির দর্শন করতে সারা বছরই বহু ভক্ত আসেন এখানে। বলা হয়ে, তামিলনাড়ুর এই মাদুরাই শহরটির বয়স প্রায় ৪০০০ বছর। তামিল সংস্কৃতি ও ঐতিহ্যের নিদর্শন দেখতে পাওয়া যায় এই শহরে। তবে এই শহরে পর্যটকদের ভিড় সবচেয়ে বেশি দেখা যায় চিঠিরাই উৎসবের সময়। প্রতিবছর এপ্রিল বা মে মাসে এই উৎসব পালন করা হয়। প্রায় দু সপ্তাহ ধরে চলে এই উৎসব।
৪. হায়দ্রাবাদ, তেলেঙ্গানা: দক্ষিণী ভারতের প্রাচীন শহর গুলির মধ্যে একটি হচ্ছে হায়দ্রাবাদ। তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদ। এই শহরেই আজও ধরে রেখেছে দক্ষিণ ভারতের ইসলামিক সংস্কৃতির ইতিহাস। স্বাধীনতার আগে পর্যন্ত নিজামরাই শাসক ছিলেন এখানকার। এখন সারা বছরই দেশের পর্যটকদের ভিড় দেখতে পাওয়া যায় এই শহরে। পর্যটকদের দেখার মতো বহু ঐতিহাসিক স্থান রয়েছে এই শহরে। এই স্থান গুলির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় চারমিনার, গোলকন্ডা র্ফোট, শালারজঙ্গ মিউজিয়ামের মতো জায়গা।
৫. পেরিয়ার ন্যাশনাল পার্ক, কেরল: কেরলের পেরিয়ার ন্যাশনাল পার্ক সারা ভারতে বিখ্যাত এখানকার হাতির জন্যে। বর্ষাকালে পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেওয়া হয় এই ন্যাশনাল পার্ক। সেই সময় এই জঙ্গলের লেকে বোট সাফারি, হাইকিং, রাত কাটাতে পারেন পর্যটকরা। তবে একজন গাইড সঙ্গে থাকেন তাদের।