করোনা ভাইরাস কোনও ল্যাবরেটরিতে জন্ম নেয়নি। পৃথিবীকে কব্জা করার জন্য করোনা ভাইরাস চীনের জৈব রাসায়নিক অস্ত্রও নয়। এই ভয়ঙ্কর ভাইরাস প্রকৃতির আপন খেয়ালে জন্ম নেওয়া মারক। করোনা ভাইরাসের জেনেটিক মানচিত্র যে সেই কথাই বলছে। দাবী গবেষকদের। স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউট এর গবেষক অধ্যাপক ক্রিমটিয়ান এন্ডারসন ও তাঁর সহকর্মীরাদের গবেষণার ফসল এক তথ্য। সম্প্রতি নেচার মেডিসিন পত্রিকার একটি প্রতিবেদনে সামনে এসেছে।
এন্ডারসন জানিয়েছেন, প্রথম যখন চীনে করোনা ভাইরাসের সংক্রমনের কথা জানতে পারেন তখন উপসর্গ এবং ভাইরাসের ছড়িয়ে পড়া দেখে খুব অবাক হয়েছিলেন। এমন এক ভাইরাস যার সোর্স সম্পর্কে কেউ সন্দিহান নয়। প্রাথমিক ভাবে গবেষকরা মনে করেছিলেন, উহান প্রদেশের পশু মাংস থেকে সামুদ্রিক মাছ বাজারে ছড়িয়ে পড়েছিল ভাইরাসটি। তারপর মানুষের মধ্যে। নভেম্বর পর্যন্ত বহাল ছিল এই ধারণা। কিন্তু জানুয়ারি থেকে বদলাতে শুরু করে এই মত। ছড়াতে শুরু করে কোবিদ- ১৯ ভাইরাসটি আসলে চীনের ল্যাবে তৈরি মারণ বীজ। জৈব রাসায়নিক অস্ত্র। এন্ডারসন জানিয়েছেন, এক রাতের মধ্যেই মোটামুটি নিশ্চিত হয়ে জান, করোনা কোনভাবেই মানুষের তৈরি নয়।
কোনও ভাইরাসের সঙ্গেই করোনা ভাইরাসের তেমন মিল নেই। বেশ জটিল এবং বারবার চরিত্র বদলে নেয়। এন্ডারসনের মতে সামান্য মিল পাওয়া গিয়েছে এইচআইভি-র ভাইরাসের সঙ্গে।
আরও একটি আশঙ্কা তৈরি হয়েছিল। অনেকের ধারণা ল্যাবরেটরির ঘেরাটোপ থেকে কোনও ভাবে বাইরে চলে আসেনি তো এই ভাইরাস? বাতিল হয়েছে সেই তত্ত্ব। গবেষকদের মতে এই ভাইরাস নন-ন্যাচারাল অরিজিন নয়।এখনও পর্যন্ত প্যাঙ্গলিন এবং বাদুড়ের থেকে পাওয়া দুই ধরনের ভাইরাসের সঙ্গে করোনার মিল পাওয়া গিয়েছে। মানুষের দ্বারা তৈরি এই ভাইরাস- এই তত্ব তাঁরা সব দিক থেকে খারিজ করে দিয়েছেন।