আমাদের চারপাশে যখন পরিবেশ দূষণ নিয়ে প্রচন্ড আলাপ-আলোচনা চলছে, তখনই দক্ষিন দমদম পুরসভা একটি অভিনব প্রচেষ্টা করতে চলেছে পরিবেশ পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে| বুধবার পুরসভার বাজেটে ঠিক হয়েছে, প্রত্যেকটি ওয়ার্ডের তিনটি বাড়িকে পরিচ্ছন্নতম হিসেবে পুরস্কৃত করা হবে প্রতিবছর| এ বিষয়ে দক্ষিন দমদম পুরসভার চেয়ারম্যান পাঁচু রায় জানান, বাসিন্দাদের মধ্যে একটা সুস্থ্ প্রতিযোগিতা গড়ে তলার পরিকল্পনা করা হয়েছে এই পুরস্কার প্রদানের ঘোষণার মাধ্যমে| এর ফলে প্রত্যেকেই সেরা হওয়ার জন্য নিজেদের বাড়ি এবং এলাকা পরিস্কার রাখার চেষ্টা করবেন| এভাবেই গোটা এলাকা পরিস্কার রাখা যাবে বলে তিনি মনে করেন| এর জন্য খুব সামান্য হলেও কিছু আর্থিক পুরস্কার দেওয়া হবে বিজয়ীদের|
এছাড়া এলাকার বিধবা, বৃদ্ধ, বৃদ্ধা সহ আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের সব রকম সাহায্য করার পরিকল্পনাও নেওয়া হয়েছে|আরো বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও সবথেকে উল্লেখযোগ্য হল এলাকা পরিস্কার রাখার উদ্দেশ্যে প্রতিযোগিতা| যখন কলকাতা, দিল্লির থেকেও দুষিত হয়ে উঠেছে, তখন এরকম একটা পদক্ষেপ যথেষ্ট দুরদর্শিতার পরিচয় দেয়| এভাবেই নিজেদের এলাকাকে আমরা যদি নিজেরা পরিস্কার রাখতে পারি, তাহলে অনেকটাই পরিচ্ছন্ন হয়ে উঠবে কলকাতা| চারিদিকের অপরিচ্ছন্নতা আমাদের কলকাতার সাম্প্রতিক সৌন্দর্যায়নেরও ব্যাঘাত ঘটাচ্ছে| আসুন, সকলে মিলে আমরা পরিচ্ছন্ন কলকাতা গড়ে তুলতে সামিল হই- সে পুরস্কার পাই বা না পাই- নিজেদের এলাকা পরিস্কার করে তোলাকেই পুরস্কার হিসেবে মনে করি| তাহলে কিছুদিন পর নিজেদের আত্মবিশ্বাসও বেড়ে যাবে এবং পরিচ্ছন্ন কলকাতা গড়ে উঠবে|