মাথার উপর খোলা নীল আকাশের পরিবর্তে এক অন্য আকাশের দেখা মিলতে পারে বলে জানিয়েছেন পরিবেশবিদ থেকে শুরু করে বিজ্ঞানমহল। হ্যাঁ, এরকমই হতে চলেছে সুদূর ভবিষ্যতে। সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গেছে, বিশ্ব উষ্ণায়নের কারণে প্রচুর পরিবর্তন আসছে জলবায়ুতে। জলবায়ুতে পরিবর্তনের ফলে দ্রুতহারে বদলাচ্ছে সমুদ্রের উপরিভাগের রং। আমরা সবাই জানি, সমুদ্রের উপরিভাগের রংই প্রতিফলিত হয় আকাশে ফলে আকাশ দেখায় নীল। এক্ষেত্রে সমুদ্রের রং যদি বদলে যায় তাহলে আকাশের রঙেও পরিবর্তন আসবে। আন্তর্জাতিক জার্নাল 'নেচার'-এর সাম্প্রতিক সংখ্যায় এই আশংকার কথা প্রকাশিত হয়েছে।
সমুদ্রের গভীরে বসবাস করে একপ্রকার ক্ষুদ্র ফাইটোপ্ল্যাংটন। এই ফাইটোপ্ল্যাংটন সূর্য থেকে রং শুষে নেওয়ার ক্ষমতা রাখে যা অন্য প্রজাতি পারে না। বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে খারাপ প্রভাব পড়বে এদের উপরেই। সমুদ্রের জলকণা একমাত্র নীল রং ছাড়া বাকি সব রং শুষে নিতে পারে।
বিজ্ঞানীদের ধারণা, আগামী শতাব্দী শুরুর আগে থেকেই সমুদ্রের এই রং পরিবর্তিত হয়ে যাবে। আবহাওয়া বদলের ফলে এমন ফাইটোপ্ল্যাংটন সমুদ্রের জলে বসবাস করছে যারা শুধুমাত্র সবুজ রং প্রতিফলিত করে দেয়। এই ফাইটোপ্ল্যাঙ্কটনের এক একটি প্রজাতি সূর্যের আলোর বর্ণালীর এক একটি রংকে শোষণ করতে পারে। বেশিরভাগ প্রজাতির ফাইটোপ্ল্যান্টন নীল রং শোষণ করতে সক্ষম হয় বলে সাগর মহাসাগরের রং নীল বলে মনে হয়। তাই মহাকাশ থেকেও পৃথিবীর রং মনে হয় নীল। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে যদি এক প্রজাতির ফাইটোপ্ল্যাংটন অন্য প্রজাতিতে বদলে যায় তখন তারা আগের মত নীল রং আর শোষণ করতে পারবে না আর তার জেরেই রং বদলাতে পারে নীল সমুদ্র এবং নীল মহাকাশ।
বিজ্ঞানীদের দাবি, এর ফলে প্রাণীর খাদ্যশৃঙ্খল বদলে যাবে তার সাথে বদলে যাবে জীববৈচিত্র্য। কিন্তু নীল রং চলে গিয়ে কেমন রং হবে মহাকাশের? পরিবেশবিদদের মতে, ফাইটোপ্ল্যাঙ্কটনের প্রজাতি বদলে যাওয়া জায়গায় নীল রঙের বদলে একপ্রকার কালচে রং উপস্থিত হবে এবং দুই মেরুর দিকে সবুজ রং বদলে হবে গাঢ় সবুজ রং।