রাজস্থানী ঐতিহ্যের ধারক ‘কালবেলিয়া’

মরুপ্রদেশ রাজস্থান। যেদিকে তাকানো যায় হলুদ বালি, রুক্ষ মরু। কঠিন-কঠোর জীবনযাত্রা। সেই বিবর্ণ জীবন যাত্রাকে রঙিন করে তোলার একটা স্বতস্ফুর্ত প্রবণতা দেখা যায় রাজস্থানের মানুষের মধ্যে।  পোশাক থেকে শুরু করে সংস্কৃতি সর্বত্রই ঝলমলে রঙের উচ্ছ্বাস। রাজস্থানের লোকসংস্কৃতিতেও একই ভাবনা লক্ষ্য করা গিয়েছে।

রাজস্থানের জনপ্রিয়তম নৃত্য কালবেলিয়া। ‘কালবেলিয়া’ নামক  যাযাবর সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতির অঙ্গ  এই নৃত্য। ভারতের সেরা লোকনৃত্যগুলির মধ্যে একটি।     

‘কালবেলিয়া’ ফর্মকে ‘কালাবেলিয়্যা’ বা ‘কারবেরিয়া’ও বলা হয়ে থাকে।

কালবেলিয়াতে মহিলারা প্রদর্শন করেন। পুরুষরা কসরত দেখান।

এক গ্রাম থেকে আর এক গ্রামে ঘুরে ঘুরে নিজেদের শিল্প প্রদর্শন করে থাকে।

কালবেলিয়া সম্প্রদায়ের মানুষ নিজেরা ‘ডেরা’ অর্থাৎ তাঁবু বানিয়ে থাকে। প্রকৃতিগতভাবে শান্ত।  এই সম্প্রদায়ের সব চেয়ে বড় আকর্ষণ সাপের খেলা ।

নাচের সঙ্গে একাধিক বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়।  পাখোয়াজ, ঢোলক, ঝাঁঝর, সারেঙ্গী, হারমোনিয়াম। সঙ্গে

থাকে ‘পুঙ্গী’ বা বিন। কাঠের তৈরী বাঁশি। কালবেলিয়া নাচের সঙ্গে বাজানো হয়। একটানা। ‘বিন’ কালবেলিয়ার প্রাচীন ঐতিহ্য।

‘কালবেলিয়া নৃত্য’ পুরোটাই ‘অ্যারোবেটিক’। অর্থাৎ নাচ-গানের আবেদনে শারীরিক কসরত দেখানো হয়।

উদয়পুর, আজমীড়, চিতোরগড় এবং রাজস্থানের বিভিন্ন প্রান্তে ‘কালবেলিয়া’ সম্প্রদায়ের মানুষদের দেখা যায়।

‘কালবেলিয়া’ নৃত্য আলাদা করে শেখানো হয় না। জন্মের পর থেকে শিশুরা দেখে-দেখে নিজেরাই শিখে যায়। পুরুষানুক্রমে বাহিত হয় এই ধারা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...