নিলামে পেলের জার্সি

ফুটবল জগতের অন্যতম একজন নক্ষত্র ছিলেন পেলে| ব্রাজিলিয়ান ফুটবল প্লেয়ার পেলের শেষ পরিহিত ব্রাজিল দলের জার্সি ইতালিতে বিক্রি হলো ৩০,০০০ ইউরো অর্থাৎ ২৬ লক্ষ টাকার বিনিময়ে| তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন পেলে এই জার্সিটি শেষবারের মতো গায়ে দিয়েছিলেন যুগোস্লাভিয়ার বিপক্ষে হওয়া একটি প্রীতি ম্যাচে| ১৯৭১ সালে রিও ডি জেনেরিও-র মারাকানা স্টেডিয়ামে শেষবারের মতো ব্রাজিলের হয়ে এই জার্সিটি পরেছিলেন তিনি|

৭৯ বছর বয়সী পেলে বাইশ গজের মাঠে নেমেছিলেন ৯২ বার| তারই মধ্যে তিনি গোল করেন ৭৭টি| সম্প্রতি, সর্বকালের সেরা ফুটবলারের এই জার্সিটি অবশেষে তুরিনের বোলাফ্ফির নিলাম ভবনে ২৬ লক্ষ টাকার বিনিময়ে নিলাম হলো| এর সাথেই সেদিন নিলাম হয়, ১৯৫২ এর ট্যুর ডি ফ্রান্স-এর ইতালিয়ান সাইক্লিং ষ্টার ফাউস্টো কোপ্পি-র হলুদ জার্সি| জার্সিটি নিলাম হলো ২৫,০০০ ইউরোতে| ১৯৭১ সালের ইউইএফএ কাপের সময়কার ইতালিয়ান ডিফেন্ডার লুসিয়ানো স্পিনসির বিখ্যাত নীল জার্সিটি নিলাম হয় ৯,৪০০ ইউরোর বিনিময়ে| এছাড়াও, ১৯৮৯-৯০ সময় আর্জেন্টিনার তারকা ফুটবলার দিয়েগো মারাদোনার জার্সিও বিক্রি হয় ৭,৫০০ ইউরোতে| শুধু জার্সিই নয়, নিলামে উঠেছিল ইউএস-এর বাস্কেটবল প্লেয়ার গ্রেট মাইকেল জর্ডনের একটি ব্যাটও|         

এটা শেয়ার করতে পারো

...

Loading...