বুকার পুরস্কার পেলেন মার্গারেট অ্যাটউড ও বার্নারডিন এভারিস্টো

২০১৯ সালের বুকার সম্মান পেলেন মার্গারেট অ্যাটউড এবং বার্নারডিন এভারিস্টো। সোমবার লন্ডনে  তাঁদের নাম ঘোষণা করা হয়। মার্গারেট অ্যাডউড তাঁর টেস্টামেন্ট সিরিজের উপন্যাস ‘দ্য হ্যান্ডমেড টেলস’, বার্নারডিন এভারিস্টো ‘গার্ল, উওম্যান, আদার’ উপন্যাসের জন্য বুকার পেলেন।

আশি ছুঁতে চলা মার্গারেট অ্যাটউড কানাডার বাসিন্দা। বুকারের ইতিহাসে সবচেয়ে প্রবীণ। অ্যাফ্রো-ব্রিটিশ লেখিকা বার্নারডিন এভারিস্টো প্রথম কৃষ্ণাঙ্গ লেখিকা যিনি বুকার পেলেন।

বুকার সম্মানের আর্থিক পুরস্কার স্বরূপ ৬৩ হাজার ডলার দুই প্রাপকের মধ্যে ভাগ করে দেওয়া হবে। যদিও বুকার কমিটির নিয়ম অনুযায়ী পুরস্কারের অর্থ বন্টন করা যায় না।

এবারও প্রথা ভাঙল তিন সদস্যের বুকার কমিটি। এই নিয়ে তৃতীয়বার জোড়া বুকার প্রদান করা হল। ১৯৭৪ সালে প্রথম দুজন লেখককে বুকার দেওয়া হয়েছিল। নাদিন গরদিমার এবং স্ট্যানলি মিডলটনকে। ১৯৯২-তে মাইকেল অনডাটজি, বেরি উনসওয়ার্থ যুগ্মভাবে বুকার দেওয়া হয়েছিল। তার পরের বছরই অর্থাৎ ১৯৯৩ সালে কমিটি নতুন নিয়ম চালু করে। তাতে বলা হয় একজন লেখককেই বুকারের জন্য নির্বাচন করতে হবে।

 চূড়ান্ত তালিকায় ছয় জন লেখকের নাম ছিল। নির্বাচকরা জানিয়েছেন, সেখান থেকে একটি নাম বেছে নিতে ব্যর্থ হয়েছেন তাঁরা। বুকার প্রাইজ ফাউন্ডেশনের অধিকর্তা জানিয়েছেন, ‘প্রায় ৫ ঘন্টা ধরে তাঁদের আলোচনা চলে, কিন্তু ‘সিঙ্গল উইনার’- এর নাম বেছে নেওয়া একরকম অসম্ভব কাজ হয়ে ওঠে তাঁদের কাছে।’

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...