১১ জানুয়ারী মুক্তি পায় পরিচালক আদিত্য ধরের ছবি 'উরি:দা সার্জিক্যাল স্ট্রাইক'। সকলের মুখে এখন শুধু একটিই ছবির নাম, সেটি হল উরি। অসাধারণ পরিচালনা এবং ভিকি কৌশলের অভিনয় মন জয় করেছে দর্শকদের। ২ সপ্তাহের মধ্যে সকল হিট সিনেমাকে ছাপিয়ে সাফল্যের উচ্চতার শিখরে পৌঁছে গিয়েছে এই সিনেমা। ২০১৯ এর প্রথম ব্লকবাস্টার ছবি উরি ছাড়িয়ে গিয়েছে ১০০ কোটির ব্যবসায়। ছবিটিতে মূল চরিত্রে দেখা গিয়েছে ভিকি কৌশল, ইয়ামি গৌতম এবং পরেশ রাওয়াল-কে। পাকিস্তানিদের আক্রমণের পর ভারতীয় সেনারা কিভাবে সার্জিক্যাল স্ট্রাইক মাধ্যমে তার প্রতিশোধ নিল, সেটাই দেখানো হয়েছে সমগ্র ছবিটিতে। শুরুতে ছবিটিকে ঘিরে নানা বিতর্ক দানা বাঁধলেও, সমস্ত প্রতিকূলতাকে পেছনে ফেলে ছবিটি সাফল্যের সঙ্গে এগিয়ে যায় নিজের লক্ষ্যে। একশনের সাথে সাথেই ইমোশনও রয়েছে সিনেমাটিতে। ৪৫ কোটির বাজেটে তৈরি করা হয়েছিল উরি সিনেমাটি। সৈন্যরা নিজেদের জীবনের পরোয়া না করে দেশ মাতাকে যে রক্ষা করে, সেই আত্মত্যাগের কাহিনীর ঝলক ধরা পড়বে ছবিটিতে। শত্রুদের যোগ্য জবাব দেওয়ার কাহিনী যে মুগ্ধ করবে দর্শকদের তা আর বলার অপেক্ষা রাখে না।