পুরনো রুপোর গয়না কীভাবে করে তুলবেন মুহূর্তে ঝকঝকে, সহজ টিপস

ট্রেন্ডে এখন ইন সিলভার জুয়েলারি, রুপোর গয়না। বিয়েবাড়ি থেকে পার্টি তো বটেই এমনকি বিয়েতে কনের সাজেও রুপোর গয়না দেখে কেউ আর ভ্রু কোঁচকায় না। শাড়ির মতো সাবেকি পোশাক, ইন্দো ওয়েস্টার্ন বা পুরো দস্তুর ওয়েস্টার্ন পোশাকের সঙ্গেও রুপোর গয়না এখন স্টার অ্যাট্রাকশন।

তবে রুপোর গয়না ব্যবহারে একটা বড় সমস্যা এই ধাতু খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়। বেখেয়ালে একটু বাইরে রাখলেই ম্যাড়ম্যাড়ে। রুপোর গয়নাকে ভাল রাখতে একটু বেশি আদর দিতে হয়।

কীভাবে যত্ন নেবেন রুপোর গয়নার, সহজ টিপস রইল এই নিবন্ধে

কালো হয়ে যাওয়া রুপোর গয়না ঝকঝকে হয়ে ওঠে অ্যালমিনিয়াম ফয়েলে। একটা পাত্রে ফয়েল রেখে তার ওপর গয়না রাখুন। গরম জলে এক চামচ বেকিং সোডা মিশিয়ে সেই জল দিয়ে গয়না পরিষ্কার করুন। তুলো বা টিস্যু পেপার দিয়ে মুছে তুলে রাখুন।     

শুধু বাতাসের আদ্রর্তা নয় রোদ, মেকআপের রাসায়নিক, ঘাম, সুগন্ধী স্প্রে লাগলেও রুপোর গয়না নষ্ট হয়ে যায়। খেয়াল রাখবেন গয়না যেন শুকনো জায়গায় থাকে। গয়না আলাদা আলাদা বাক্সে রাখলে সব থেকে ভাল, কিন্তু সেই উপায় যদি না থাকে, দেখবেন, বাক্সে যেন গয়নার গায়ে গয়না লেগে না যায়।

রুপোর গয়না জল থেকে বাঁচিয়ে রাখবেন। যদি কোনওভাবে জল লেগে যায় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব শুকিয়ে নিন। সমুদ্র অঞ্চলে বেড়াতে গেলে রুপোর গয়না ব্যবহার না করাই ভাল। জল-তেল-ঘাম রুপোর গয়নার শত্রু।

রুপোর গয়না পরিষ্কারের আরও একটি সহজ উপায় আছে। এই পদ্ধতিতে ঝটপট চকচকে হয়ে ওঠে গয়না। গয়নাতে ব্রাশ দিয়ে টুথপেস্ট লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। তারপর গরমজল দিয়ে ভাল করে ধুয়ে নিন। অনেকে এই জলে সামান্য লিক্যুইড সোপ দিয়ে নেন, না দিলেও ফল পাওয়া যায়। তারপর নরম সুতির কাপড় দিয়ে মুছে শুকনো করে নিন। এই মুহূর্তে ফিরে আসবে গয়নার হারানো জেল্লা! 

এটা শেয়ার করতে পারো

...

Loading...