মহাকাশের কয়েকটি প্রাচীন নক্ষত্র চিহ্নিতকরণে বাঙালি গবেষকের

বাঙালির মেধা নিয়ে বেশ কয়েকবার লেখা হয়েছে| এবারেও তার অন্যথা হলনা| মেধায় যে বাঙালি উল্লেখনীয় কৃতিত্বের দাবি রাখে তা আরও একবার প্রমান পাওয়া গেল| মহাকাশের প্রাচীন যুগের সৃষ্ট বেশ কয়েকটি নক্ষত্রকে চিহ্নিত করলেন গবেষকরা| ওই গবেষকদের দলে রয়েছেন বাঙালি বিজ্ঞানী সৌনক বোস| এই সাফল্যের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, প্রায় কুড়ি বছর আগে থেকেই বিভিন্ন প্রাচীন নক্ষত্রের খোঁজে মহাকাশের ছায়াপথে নজরদারি শুরু হয়েছিল| অবশেষে সেই উদ্যোগে বিজ্ঞানীরা সাফল্যলাভ করেছেন| মহাকাশে সৃষ্ট মোট চারটি প্রাচীন নক্ষত্রের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা, সেগুলি হল- সেগ ১, বুটেস ১, টুকানা ২ এবং উর্সা মেজর ১| গবেষকদের ধারণা, এগুলি আজ থেকে প্রায় ১৩ হাজার কোটি বছরেরও আগে মহাকাশের বুকে সৃষ্টি হয়েছিল| তারপর থেকে নক্ষত্র সৃষ্টিতে বাধা পড়ে| প্রাচীন এই নক্ষত্রগুলির অতিবেগুনি রশ্মির প্রভাবেই মহাকাশের বিভিন্ন হাইড্রোজেন অনু ধ্বংস হয়ে যেতে শুরু করে| এমনকি এই অতিবেগুনি রশ্মিই মহাকাশে নতুন নক্ষত্র সৃষ্টিতে বাঁধা হয়ে দাঁড়ায়| তার জেরেই কোটি কোটি বছর ধরে মহাকাশে আর কোনো নতুন নক্ষত্রের সৃষ্টি হয়নি| আগামী দিনে আরও ক্ষুদ্র এবং নতুন নক্ষত্রের সন্ধান পাওয়া যেতে পারে বলে আশা করছেন বিজ্ঞানীরা|

Untitled-2

  বর্তমানে হার্ভার্ড স্মিথসোনিয়ান সেন্টার ফর আস্ট্রোফিজিক্স-এ গবেষণারত সৌনক উচ্ছসিত এই কাজের ব্যাপারে| তিনি আরও জানান, মহাকাশের একেবারে প্রাচীন নক্ষত্রের সন্ধান পাওয়া যথেষ্ট আকর্ষনীয় একটি বিষয়| তিনি এও দাবি করেন মহাকাশে বিবর্তন কিভাবে ঘটেছে, তাও উদঘাটন করা সম্ভব হয়েছে এই প্রাচীন নক্ষত্রদের সন্ধান পাওয়ার ফলেই| এভাবে বিশ্বের অন্যতম আবিষ্কারের অংশীদার হওয়া সৌনক বাঙালিকে গর্বিত করেছে|

এটা শেয়ার করতে পারো

...

Loading...