‘Ring the bell’
নির্দোষ শহরবাসীর এই চিৎকার কি ভোলা যায়? প্রাণ বাঁচানোর তাগিদে মাথার ওপরের রানীর দিকে চেয়ে তারা চিৎকার করেছে। বলেছে সমর্পন করতে। তারা প্রাণের ভয়ে গলা ফাটিয়ে চিৎকার করেছে, শেষে বেজেছে ঘন্টা।
Daenerys কে এই এপিসোডে এমন ভূমিকায় দেখানো হয়েছে যে game of thrones ভক্তরা চোখ বিস্ফারিত করেছে আর ভেবেছে অবশেষে এই পরিণতি?
পঞ্চম পর্বে তার চরিত্র যেই দিকে গেছে, তার পরে আর মনে হয় না যে সে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। সে ঠিক সেরকম দৈত্যতে পরিণত হয়েছে যেরকম সে Cersie র মধ্যে দেখেছিলো। কাহিনীর শুরু থেকেই আমরা Daenerys এর মধ্যে দেখেছিলাম দুঃখ, আবেগ, গরিবদের জন্য তার চোখে জল এসেছিল, নিজেকে সে বলেছিল ‘breaker of chain’ ক্রীতদাসদের গলার দড়ি ছুড়ে ফেলে দিতে বলেছিল।
সে ছিল ‘Mother of dragons’ তিন ড্রাগনের সাথে উড়তে পেরেছিল সে। আমরা তাকে এভাবেই দেখতে অভ্যস্ত।
এবার ফিরে আসা যাক আবার পঞ্চম পর্বের দিকে। প্রয়োজন ছাড়াই Dany আগুন নিয়ে খেলা শুরু করে দিল। kings landing আত্মসমর্পণ করে দেওয়ার পরেও Dany ড্রাগন নিয়ে উড়ে যাচ্ছিলো , পুড়িয়ে দিলো শহর।তার মনে সে সরল নির্দোষ সাধারণ মানুষগুলোর জন্য আবেগ এলো না, কান্না এলো না। কান্না আর চিৎকারে ভরে গেলো গোটা শহর, kings landing এর প্রত্যেকটা ইট নড়ে উঠেছিল। ভেঙে পড়ছিল বহু বছরের এক সভ্যতা। মুছে যাচ্ছিল ইতিহাস।
"Nothing else matters "
যখন সবটা শেষের দিকে, যখন cersei জানে না তাকে কিভাবে বাঁচতে হবে। যখন সে বাঁচার আশা ত্যাগ করতে পারছেনা আবার বুঝতেও পারছেনা কিভাবে প্রাণ বাঁচাবে সে নিজের, সেই সময় jamie তার পাশে এসে হাজির হয়। হাজির হয় শেষ জ্বলতে থাকা প্রদীপের মত। দুজনেই তারা জানে যে পথ বন্ধ। পাথর ও ইটের স্তুপ দাঁড়িয়ে রয়েছে মৃত্যুর মতো। cersei কান্নায় ভেঙে পড়লো jamie র বুকে। শেষ আলিঙ্গন শেষ কান্না, শেষ একে অপরকে দেখা। অবসান দুই অদ্ভুত ও অনন্য প্রেমের। স্তুপের বৃষ্টি মাথায় হুড়মুড়িয়ে পড়ল মাথায়। শেষ সংলাপ - ' Nothing else matters '
"You were all i had "
Tyrion এর সমস্ত জীবনটাই কিন্তু অপমান আর অভিযোগে মাথা নিচু করে কেটে গেছে। তার সাথে ছিল শুধু তার ভাই। 'lanister' পরিবারের মধ্যে শুধু তার ভাই jamie ছিল তার সাথে। jamie ই পারবে kings landing এর বড় ঘন্টা তা বাজাতে। tyrion জানতো যে জমিই একমাত্র পারবে। এই মুহূর্তে মনে পরছে সংলাপগুল।
' if it wasn't for you i would have never survived my childhood .
You are the only one who didn't treat me like a monster .
You were all i had .'
"The debt has been paid "
হ্যাঁ , শোধ করা হল সমস্ত ঋণ। শোধ করা হল সমস্ত ভুল কাজ যা করা হয়েছিল। শোধ হয়ে গেল বছরের পর বছর ধরে করা অন্যায়। কিন্তু এতবড় শাস্তির কাছে অন্যায়গুল যেন অনেক ছোট হয়ে যাচ্ছিল। Dany র চরিত্রের বদল নিতে পারে নি অনেক ভক্তরা। ইন্টারনেটে একটা ছোটোখাটো অসন্তোষের ঝড় উঠছে ভক্তদের মধ্যে। কাহিনীর নতুন মোড় অনেকেই মেনে নিতে পারছে না।
তবে game of thrones এর সে স্বাদ, সেই নির্দেশনা, সেই ঐন্দ্রজালিক দৃশ্য মনে রয়ে যায়।
মৃত্যু হয় অনেক গুরুত্বপূর্ণ চরিত্রগুলির। সেই নিয়েও অনেক বিতর্ক ভক্তদের মধ্যে।
তবে অন্তিম পর্বে কি নতুন মোড় আসবে জানা নেই কারোর। পঞ্চম এপিসোডের রেশ কাটিয়ে উঠতে পারেনি এখনো অনেকেই। অন্তিম পর্ব না দেখা পর্যন্ত এখনো মতামত দেওয়া উচিত নয়।
শেষ করা যাক ক্ষমতার এই খেলার এক অনন্য ব্যাক্তিত্বর সংলাপ দিয়ে -
'incompetence should not be rewarded with blind loyalty . as long as I have my eyes, I will use them . you wish to know where my true loyalties lie ? not with any king or queen, but with the people .